আশরাফ-ফকরুল বৈঠক

নভেম্বর ২৪, ২০১৩

ash2ঢাকা জার্নাল: চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে প্রধান দুই দলের মহাসচিব বৈঠক করেছেন। শনিবার রাতে প্রায় দুই ঘণ্টা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বনানীতে বৈঠক করেছেন। তবে আওয়ামী লীগ এবং বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা নাম প্রকাশ না করার শর্তে বৈঠকের কথা জানালেও আনুষ্ঠানিকভাবে কেউ কিছু জানাতে অপারগতা প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে সংলাপে বসার জন্য বলার পর দুপক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়। সে উদ্যোগের অংশ হিসেবে দুপক্ষ বৈঠকে বসে। বৈঠকে নির্বাচনকালীন সরকার, নির্বাচনের সময়সূচি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ পর্যায়ের দুজন নেতা এটিএন টাইমসকে জানান, দুই নেতার মধ্যে ৪০ থেকে ৪৫ মিনিট আলাপ হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের ঘনিষ্ট একটি সূত্রে জানা গেছে, বৈঠকের পরপরই মির্জা ফখরুল বৈঠক সম্পর্কে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবহিত করেছেন।

ঢাকা জার্নাল, নভেম্বর ২২, ২০১৩।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.