আরো সময় পেলেন সঞ্জয় !
ঢাকা জার্নাল: ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণে জড়িত অভিযোগে সাজাপ্রাপ্ত বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের আত্মসর্মপণের সময় আরো চারসপ্তাহ বাড়ালো ভারতের সুপ্রিম কোর্ট।
এর আগে সঞ্জয় দত্ত ছবির কাজ শেষ করার জন্য আরো ছয়মাস সময় চেয়ে আবেদন করলে সুপ্রিম কোর্ট চার সপ্তাহ বা একমাস সময় মঞ্জুর করেন।
বুধবার কোর্ট জানায়, তার (সঞ্জয়) আত্মসর্মপণের আবেদনের সময় ছয়মাস না বাড়িয়ে চার সপ্তাহ বাড়ানো হলো।
যদিও সঞ্জয়ের আইনজীবী হারিশ সালভে বুধবার আদালতে সঞ্জয়ের পক্ষে আত্মসর্মপণের সময় চেয়ে যথাযথ যুক্তি উপস্থাপন করতে পারেন নি। কিন্তু মানবিক দিক বিবেচনা করে তার আত্মসর্মপণের এই সময় বাড়ানো হয়।
এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী আগামী ১৮এপ্রিল থেকে তার কারাগারে যাওয়ার কথা ছিল।
উল্লেখ্য, ৫৩ বছর বয়সী এই অভিনেতাকে এর আগে সুপ্রিম কোর্ট পাঁচ বছরের কারাদণ্ড দেয়। ১৯৯৩ সালে মুম্বাই সিরিজ বোমা হামলায় জড়িত থাকাসহ অবৈধভাবে একে-৫৬ রাখার অভিযোগে আদালত তাকে এই দণ্ড দেয়। যদিও তিনি সে সময় ১৮মাস কারাদণ্ড ভোগ করেছিলেন।