বিনোদন

আনুশকার সেক্সি ওষ্ঠের কারসাজিতেই

Anuskaঢাকা জার্নাল: ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলির মন-প্রাণজুড়ে এখন আনুশকা শর্মা। বলিউডের এ তারকার প্রেমে রীতিমতো অঙ্গার ক্রিকেট তারকা। আর তাই দুই জগতের দুই সেলিব্রেটির দিকে শিকারী পাখির দৃষ্টি নিবদ্ধ সংবাদমাধ্যমগুলোর। ডিএনএ-এর একটি প্রতিবেদনে বলা হয়, আনুশকার সেক্সি ওষ্ঠের কারসাজিতেই নাকি কাবু হয়েছেন কোহলি। এ প্রতিবেদনের প্রতিক্রিয়ায় বেশ চটেছেন ক্রিকেটার। ব্যক্তিগত বিষয় জনসমক্ষে আনার কোনো মানেই হয় না বলে মন্তব্য তার।

এক সূত্রের বরাত দিয়ে ডিএনএ-এর প্রতিবেদনে বলা হয়, আনুশকা তার ঠোঁট দিয়ে কী করলেন তা একান্তই তার নিজের ব্যাপার বলে মন্তব্য করছেন কোহলি। বলিউডের খ্যাতিমান পরিচালক করন জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করন’-এ আনুশকা-কোহলির সম্পর্ক নিয়ে আলোচনা হওয়াতেও নাখোশ ক্রিকেটার। তাই আনুশকার সঙ্গে যে প্রেম বিকশিত হতে চলেছে, তাকে অঙ্কুরেই বিনষ্ট করার হাত থেকে বাঁচাতে ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে মিডিয়ার কাছ থেকে দূরে থাকতে চান কোহলি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

ঢাকা জার্নাল, ফেব্রুয়ারি ১৮, ২০১৪।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.