আজ সন্ধ্যার পর কী ঘটতে যাচ্ছে!
ঢাকা জার্নাল: বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তৈরি পোশাক শিল্পে যে সঙ্কট দেখা দিয়েছে তা থেকে উত্তরণের উপায় খোঁজার জন্য ব্যবসয়ী নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছেন।
সোমবার সন্ধ্যার দিকেই তারা পর পর দুই নেতার সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে।
বিকালে তৈরি পোশাক মালিকদের সংগঠন-বিজিএমইএ কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
সেই বৈঠক থেকেই চলমান সঙ্কট থেকে উত্তরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলের নেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন ব্যবসায়ী নেতারা।
ব্যবসায়ী নেতারা জানান, প্রথমে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন, পরে তারা বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়ার কাছেও যাবেন।
জরুরি বৈঠকে পোশাক রপ্তনিকারকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ এর নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকা জার্নাল, ডিসেম্বর ২, ২০১৩।