আওয়ামী লীগ প্রার্থীদের তালিকা ইসিতে
আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে একক প্রার্থীর তালিকা নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার বিকালে ইসির যুগ্মসচিব জেসমিন টুলীর কাছে ২৩৬ পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর তালিকা জমা দেন দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ। পরে বের হয়ে গোলাপ জানান, বিকালে সভানেত্রীর ধানমণ্ডি কার্যালয়ে দলটির মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে।