বিনোদন

অভিনেত্রী থেকে সংবাদ পাঠক মীম

bino_led_3ঢাকা জার্নাল: শোবিজ প্রতিবেদক: আবার নিয়মিত টিভি পর্দায় দেখা যাবে এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী মীমকে। নতুন কুঁড়ি চ্যাম্পিয়ন সাবরিনা সাকা মীম গত বছরের ৭ ডিসেম্বর, বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই এক বছরে তিনি মাত্র দুটি নাটকে কাজ করেন। এবার খবর হলো, মীমকে অভিনেত্রী হিসেবে পাবে না তার ভক্তরা। তিনি নিরেট একজন সংবাদ পাঠক হিসেবেই হাজির হচ্ছেন পর্দায়।

এ প্রসঙ্গে এটিএন টাইমসকে মীম জানিয়েছেন, ‘আমি সংবাদ পাঠ করবো এটিএন নিউজে। এই মাসের গত ১ ও ৩ তারিখ রাতে সংবাদ পাঠ করি। এটিএন নিউজের সাথে কথা ছিল, দুই মাস চর্চা করার পরই চূড়ান্ত নিয়োগ দেয়া হবে। তবে আমাকে হঠাৎই বলা হয় সংবাদ পাঠ করতে।’

অভিনেত্রী থেকে সংবাদ পাঠক হওয়া প্রসঙ্গে মীম আরো জানান, ‘আসলে অভিনয় করতে অনেক বেশী সময় দিতে হয়। বিয়ের পর সে সময় দেয়া কঠিন। আমি হয়তো সময়-সুযোগ পেলে মাঝে মাঝে কাজ করবো।’

মীম ও তার স্বামী ডা. শাহরিয়ার আহমেদ সজীব দেশের বাইরে স্কলারশিপের জন্য চেষ্টা করছেন বলে জানিয়েছেন তিনি।

ঢাকা জার্নাল, নভেম্বর ৬, ২০১৩। 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.