অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার কর ও বিচার কর-ছাত্র ইউনিয়ন

নভেম্বর ৩, ২০১৫

গতকাল ২ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের জেল-হত্যা দিবসের কর্মসূচিতে বাংলাদেশ ছাত্রলীগ বরাবরের মত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের জোরপূর্বক সমাবেশে যেতে বাধ্য করে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ধামরাই উপজেলা সংসদের সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ এই ঘটনার প্রতিবাদ করলে তাকে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা শারিরীকভাবে লাঞ্ছিত করে। আজ ৩ নভেম্বর অব্যাহতভাবে প্রগতিশীল লেখক, প্রকাশকদের উপর হামলা ও হত্যার প্রতিবাদে ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে গণজাগরণমঞ্চ আহুত অর্ধদিবস হরতাল পালনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করলে বরিশাল, রাজবাড়ি ও চট্টগ্রামে পুলিশ বাধা দেয় এবং হরতাল সফল করতে রাজপথে থাকা নেতৃবৃন্দের উপর হামলা করে। হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি মেহেদী হাসান নোবেল ও সুমাইয়া সুমি, আবু ওয়াহিদ অনি আহত হন। এছাড়া পাবনার ঈশ্বরদীতে ছাত্র ইউনিয়নের কমিটি গঠন করার সময় ছাত্রলীগের হামলায় আহত হন পাবনা জেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জাতীয় পরিষদ সদস্য সজিব বিশ্বাসসহ একাধিক নেতাকর্মী। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি লাকী আক্তার ও সাধারণ সম্পাদক জিলানী শুভ এক যৌথ বিবৃতিতে উভয় ঘটনার প্রতিবাদ জানান।

নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, ‘ছাত্রলীগ সমগ্র দেশ জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ত্রাসের রাজত্ব কায়েমের লক্ষ্যে তাদের পেশী শক্তির ব্যবহার পূর্বসূরীদের পদাঙ্ক অনুসরণ করে অব্যাহত রেখেছে। কিন্তু তাদের মনে রাখতে হবে, আদর্শের যুদ্ধের পরাজিতদের শেষ হাতিয়ার সন্ত্রাস। হামলা করে প্রগতিশীল ছাত্র আন্দোলনের অগ্রযাত্রাকে ব্যহত করা যাবে না। গণজাগরণমঞ্চের অর্ধদিবস হরতাল কর্মসূচিতে ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দের উপর পুলিশি হামলা ও আটকের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। আমাদের দেশে প্রত্যন্ত অঞ্চলে একটি কথা প্রচলিত রয়েছে ‘ভাত দেওয়ার মোরদ নাই কিল দেওয়ার ঘোষাই’। পুলিশের বর্তমান আচরণ সেই কথাকেই স্মরণ করিয়ে দেয়। তারা অব্যাহতভাবে যে হত্যাকা-ের ঘটনা ঘটছে তার সঙ্গে জড়িতদেরকে গ্রেফতারে সম্পূর্ণভাবে ব্যার্থ হচ্ছে। আর প্রতিবাদকারীদের দমন-নিপীড়ন-নির্যাতনের মাধ্যমে দমিয়ে দেয়ার চেষ্টায় ব্যস্ত। যা কখনোই শুভফল বয়ে আনবে না। হামলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় তদন্ত পরিচালনার মাধ্যমে শাস্তি প্রদানের আহ্বান জানাই সরকারের প্রতি। এবং রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা দায়ে সম্পূর্ণভাবে ব্যার্থ স্বরাষ্ট্রমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করছি। বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে চলমান সংগ্রাম চলছে চলবে’।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.