অন্তবর্তী সরকার প্রধান হবে ক্ষমতাসীন দল থেকে: অর্থমন্ত্রী

নভেম্বর ৪, ২০১৩
muhit_5462ঢাকা জার্নাল: নির্বাচনকালীন সরকার গঠন প্রশ্নে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘বিরোধী দলের সঙ্গে সমঝোতা হবে, সংলাপ হবে। তবে সর্বদলীয় সরকারের বাইরে কিছুই হবে না।’ 
সোমবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত্র মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।
এর আগে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত্র মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর অর্থমন্ত্রী বলেন, ‘সরকার অব্যাহত আছে, থাকবে। প্রধানমন্ত্রী আগামী ১৭ নভেম্বর শ্রীলংকা থেকে ফেরার আগে এসব বিষয় হবে না।’
কবে নাগাদ সর্বদলীয় সরবকার গঠন করা হবে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, আমিতো আগেও বলেছি, নির্বাচন ঘোষণার ৪৫ দিনের মধ্যে সর্বদলীয় সরকার গঠন করতে হবে। সেটি ১০ দিন অথবা ৫ দিন আগেও হতে পারে।
এ সময় পর্যন্ত হরতাল চলতে থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আশা করি সমঝোতা হবে। হরতাল চলবে না।
বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, তিনি আপোষহীন নেত্রীর খেতাব পেয়েছেন। সেটি তাকে রক্ষা করতে হয়।
সমঝোতার প্রশ্নে এ ক্ষেত্রে অর্থমন্ত্রী বলেন, আমরা তো বলেছি, কোন কোন মন্ত্রণালয় চান আমরা দিতে প্রস্তুত। এমনকি আমার অর্থ মন্ত্রণালয় চাইলেও পাবেন। তবে সরকার প্রধান হবে ক্ষমতাসীন দল থেকে। এটি মানতেই হবে।
ঢাকা জার্নাল, নভেম্বর ৪, ২০১৩।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.