অনুমোদন পেয়েই আইএসের অবস্থানে ব্রিটিশ বিমান হামলা

ডিসেম্বর ৩, ২০১৫

14ব্রিটিশ পার্লামেন্ট সামরিক অভিযানের অনুমতি দেওয়ার পরপরই সিরিয়ায় আইএসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার যুক্তরাজ্যের সরকারি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে সাইপ্রাসে যুক্তরাজ্যের বিমানঘাঁটি আরএএফ অ্যাক্রোটিরি থেকে চারটি যুদ্ধবিমান অজানা গন্তব্যের উদ্দেশ্যে উড়ে যায় বলে বিবিসি জানিয়েছিল। বিমানগুলো সিরিয়ায় হামলা চালানোর উদ্দেশ্যেই রওনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছিল।    বিবিসি জানিয়েছে, ছেড়ে যাওয়া বিমানগুলো ছাড়াও ঘাঁটিতে আরও চারটি যুদ্ধবিমানকে প্রস্তুত রাখা হয়েছে। সিরিয়ায় আইএস জঙ্গিগোষ্ঠীর উপর বিমান হামলা চালাতে বুধবার যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের দেয়া প্রস্তাবের উপর ১০ ঘণ্টা আলোচনা হয়। এরপর ভোটাভুটিতে হামলার পক্ষে মত দেন ৩৯৭ জন এমপি; বিপক্ষে ভোট পড়ে ২২৭টি। বিরোধী লেবার পার্টির প্রধান জেরমি করবিন প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিলেও তার দলের ৬৬ জন এমপি বিমান হামলার পক্ষে ভোট দেয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.