অঘটনের শিকার দুই ম্যানচেস্টার

সেপ্টেম্বর ২৮, ২০১৩

ঢাকা জার্নাল: ইংলিশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ রাউন্ডে তৃতীয় হারের তেতো স্বাদ নিতে হলো ম্যানচেস্টার ইউনাইটেডকে। ওল্ড ট্রাফোর্ডে চলতি লিগ মৌসুমে প্রথম হার মানল ডেভিড ময়েসের শিষ্যরা। ২-১ গোলে ওয়েস্ট ব্রুমের কাছে হেরে ১২ নম্বরে নেমে গেছে ম্যানইউ। তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিও অঘটন এড়াতে পারেনি। অ্যাস্টন ভিলার মাঠে ৩-২ গোলে হেরেছে তারা।

লিগে ওয়েন রুনি এনিয়ে টানা তিন ম্যাচে গোল পেলেন। কিন্তু ম্যানইউর হার এড়াতে পারেনি তার গোল। ৫৪ মিনিটে মরগান আমালফিতানোর গোলে এগিয়ে যায় ওয়েস্ট ব্রুম। তিন মিনিট পর সমতা ফেরান রুনি। কিন্তু ১০ মিনিটের ব্যবধানে ওয়েস্ট ব্রুমের জয়সূচক গোলটি করেন সাইদো বেরাহিনো।

এদিকে ভিলা পার্কে দুবার এগিয়ে গিয়েও হার মেনেছে ম্যানসিটি। প্রথমার্ধে ইয়াইয়া তোরের গোলে এগিয়ে যায় ম্যানসিটি। দ্বিতীয়ার্ধে ফিরে করিম এল আহমাদি সমতা ফেরান। পাঁচ মিনিট পর ম্যানসিটিকে আবারও এগিয়ে দেন এডিন জেকো। তবে লিয়েন্দ্রো বাকুনা ও আন্দ্রেস ওয়েইম্যানের দ্রুত দুটি গোলে হতাশা নিয়ে মাঠ ছাড়ে ম্যানুয়েল পেল্লেগ্রিনি শিষ্যরা।

ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পাঁচে ম্যানসিটি। পাবলো ওসভালদো ও রিকি ল্যাম্বার্টের গোলে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-০ গোলে জিতে ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠেছে সাউদাম্পটন। ঘরের মাঠে হালসিটি টাইগার্স ১-০ গোলে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারিয়েছে। লিগের তৃতীয় জয় পেল নতুন এই ক্লাবটি। ১০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে তারা।

আরেক ম্যাচে ফুলহ্যাম ১-২ গোলে হেরেছে কার্ডিফ সিটির কাছে। শীর্ষস্থান ফিরে পেতে দিনের শেষ ম্যাচে সোয়ানসি সিটির মাঠে লড়বে আর্সেনাল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.