রংধনুর পাহাড়!

সেপ্টেম্বর ২৮, ২০১৩

 


রংধনুর পাহাড়!

 

ছবিটি এবং নিচের ছবিগুলো কোনো দক্ষ চিত্রী শিল্পীর তুলির আঁচড়ে তৈরি নয়।

পাঠক বিশ্বাস করুন আর নাই করুন, পৃথিবীতেই অবস্থান এ রংধনু পাহাড়ের।

এরপরেও সন্দেহ জাগলে আপনাকে স্বচক্ষে দেখতে যেতে হবে চীনে। দেশটির গানশু প্রদেশের লিনজে জেলার দানশিয়া ল্যান্ডফরম জিওলজিক্যাল পার্কের অংশ এ পাহাড়।

ব্রিটিশ সংবাদ মাধ্যমে টেলিগ্রাফের তথ্য মতে, ২ কোটি ৪ লাখ বছর ধরে বিভিন্ন রংয়ের বালুপাথর ও খনিজ জমাটবদ্ধ হয়ে হয়ে শক্ত পাথরে তৈরি হয়ে এমন দৃশ্যের সৃষ্টি হয়েছে।

প্রাচীরের দেশে পর্যটক আকর্ষণের অন্যতম স্থান এ রংধনু পাহাড়।

মনকাড়ানো সৌন্দর্যের জন্য ২০১০ সালে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় ৩৪তম বৈঠকে দানশিয়া ল্যান্ডফরমকে বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেয় ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি।

ইউনেস্কোর বক্তব্য, এটি অদ্বিতীয় বৈশিষ্ট্যের তা কখনও অন্য কোনো সাইট দিয়ে পরিমাপ করা যাবে না। চীনের দানশিয়ার অসাধারণ সাবর্জনীন ও বৈশ্বিক মূল্য রয়েছে।

চীনে এ র

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.