জয়কে নিয়ে বিএনপিতে ভয়

আগস্ট ৫, ২০১৩

Hanif-sm20130805043206ঢাকা জার্নাল: প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়ের রাজনীতিতে আসার কথা শুনে বিএনপির মধ্যে ভয় ঢুকেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

সোমবার দুপুরে রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত কবিতা পাঠ ও শোক সংঙ্গীত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘বিএনপির মধ্যে একটাই ভয়, তা হলো জয় রাজনীতিতে আসলে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে তারেক রহমানের তুলনা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘জয়ের বিরুদ্ধে কোন অভিযোগ নেই। আর তারেকের বিরুদ্ধে যে অভিযোগ আছে তা আমি না বললেও দেশের মানুষ জানেন।আর তারেক রহমান হাওয়া ভবন তৈরি করে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল।’

জয়ের রাজনীতিতে সক্রিয় হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর পুত্র, বঙ্গবন্ধুর দৌহিত্র রাজনীতিতে আসবেন এটাই স্বাভাবিক। তিনি বিদেশে লেখাপড়া করেছেন। তার মত মেধাবীরা রাজনীতিতে আসবেন স্বাভাবিক বিষয়।’

জামায়াতের নিবন্ধন বাতিল প্রসঙ্গে হানিফ বলেন, আদালত জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করেছেন। এরপর জামায়াতের আর নিবন্ধন থাকা উচিত নয়। তারা পাকিস্তান’র ধারক ও বাহক হিসেবে রাজনীতি করছে।’

বিলবোর্ডের মাধ্যমে সরকারি দলের প্রচারণার বিরুদ্ধে বিরোধী দলের সমালোচনার জবাবে তিনি বলেন, ‘বিএনপি মিথ্যাচারের মাধ্যমে মানুষের মাঝে যে বিভ্রান্তি সৃষ্টি করেছে তা দূর করতেই এই প্রচারণা। এতে সরকারের উন্নয়নের কিছু তথ্য তুলে ধরা হয়েছে। এটা দেখে আপনাদের ভয় পাওয়ার কি আছে?’

সংগঠনের সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট তারানা হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন অভিনেতা এটিএম শামসুজ্জামান, ড. এনামুল হক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগনিক সম্পাদক শাহে আলম মুরাদ, কৃষক লীগের সহ-সভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর, বঙ্গবন্ধু সাংস্কৃতিকে জোটের অরুণ সরকার রানা প্রমুখ।

ঢাকা জার্নাল, আগস্ট ০৫, ২০১৩

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.