নায়িকা ভাবনাকে ধর্ষণের চেষ্টা!

জুলাই ৮, ২০১৩

‘পরিবারে আমিই থাকি একমাত্র উর্পাজনকারী মেয়ে। বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার পাশাপাশি আমি টিউশনি করে সংসার চালাই। কিন্তু হঠাৎ একদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একদল সন্ত্রাসী আমাকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করলে একজন লোক আমাকে বাঁচাতে চেষ্টা করে। এবং এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে খুন করে। এই দৃশ্য দেখার পর থেকে আমি বাকরুদ্ধ হয়ে যাই।’

Vabnaঢাকা জার্নাল: আসছে ঈদে ‘পরমা’ শিরোনামের একটি নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এ নাটকটির রচনা ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ।

নাটকটিতে অভিনয় ও কাহিনী প্রসঙ্গে ভাবনা বলেন, ‘এ নাটকে আমি একটা হিন্দু পরিবারের মেয়ে থাকি। যার নাম পরমা। পরিবারে আমিই থাকি একমাত্র উর্পাজনকারী মেয়ে। বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার পাশাপাশি আমি টিউশনি করে সংসার চালাই। কিন্তু হঠাৎ একদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একদল সন্ত্রাসী আমাকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করলে একজন লোক আমাকে বাঁচাতে চেষ্টা করে। এবং এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে খুন করে। এই দৃশ্য দেখার পর থেকে আমি বাকরুদ্ধ হয়ে যাই।’

তিনি আরো বলেন, ‘মূলত একটি হিন্দু পরিবারের মেয়ের জীবনের সাথে যুদ্ধ এবং সামাজিক নানা পরিস্থিতি তুলে ধরা হয়েছে নাটকটিতে।’

এ নাটকে আরো অভিনয় করেছেন মামুনুর রশীদ, লায়লা হাসান প্রমূখ।

আসছে ঈদে চ্যানেল আইয়ে নাটকটি প্রচারের কথা রয়েছে।

বাংলাদেশ সময় : ১৫১৭ ঘণ্টা, ০৮ জুলাই, ২০১৩

ঢাকা জার্নাল, জুলাই ৮, ২০১৩।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.