পুরান ঢাকায় নকল ওষুধ কারখানা

জুন ৮, ২০১৩

Medicin-bg20130608083236ঢাকা জার্নাল: ভ্রাম্যমাণ আদালত ও ৠাব ১০-এর একটি দল রাজধানীর পুরনো ঢাকার ওয়াইজ ঘাট রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ওষুধ ও ওরস্যালাইন জব্দ করেছে।

এসময় কারখানার মালিক ভুয়া ডাক্তার এম এ বারেককে আটক করে দুই বছরের কারাদণ্ড ও একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।

শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

ম্যাজিস্ট্রেট এএইচএস আনোয়ার পাশা বাংলানি‌উজকে জানান, দুপুরে ৠাব-১০ লালবাগ ক্যাম্পের কমান্ডার মাহাফিজুর রহমান ও ভ্রাম্যমান আদালতের একটি দল পাটুয়াটুলির ৯/এ হামিদা মনজিলে অভিযান চালিয়ে ভেজাল ওষুধ বানানোর যন্ত্রপাতি ও নকল ওষুধ, ওরস্যালাইনসহ মালিক বারেককে আটক করে।

পরে ৠ‍াবের জেরার মুখে আটক এম এ বারেক সব স্বীকার করে জান‍ান, দ. কেরাণীগঞ্জ রউফনগরে তার একটি হাসপাতাল রয়েছে। ইতোপূর্বে সেখানে নকল ওষুধ প্রস্তুতের অপরাধে তাকে একবার আটক করা হলেও পরে তিনি ছাড়া পান। এছাড়াও মিডফোর্ড হাসপাতালেও তার ওষুধের ব্যবসা রয়েছে।

আটক বারেককে আরও একদফা জেরা করে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জুন ০৮, ২০১৩

 

ঢাকা জার্নাল, জুন ৮, ২০১৩।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.