ঝড়ের নাম মহাসেন রাখায় ক্ষমা প্রার্থনা

মে ২৯, ২০১৩

1111ঢাকা জার্নাল: মহাসেন নামক সামুদ্রিক ঝড়টি এ মাসের গোড়ার দিকে বাংলাদেশে, বার্মা এবং শ্রীলঙ্কা উপকুলে আঘাত করেছিল।

জীবন গিয়েছিল অন্তত ১৮ জনের। হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছেন।

ঐ ঝড়ের ক্ষয়ক্ষতি বা প্রকোপ নিয়ে কথাবার্তা এখন তেমন শোনা না গেলেও, এর নামকরণ নিয়ে সঙ্কট কাটেনি শ্রীলঙ্কায়।

একসময় ভারত মহাসাগরে সৃষ্ট ঝড়গুলোর নাম আহ্বান করা হয়েছিল এ অঞ্চলের দেশগুলোর কাছ থেকে।

দশ বছর আছে অর্থাৎ ২০০৩ সালে শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগের কর্মকর্তারা তৃতীয় শতকের একজন রাজার নামে এই মহাসেন নামটি প্রস্তাব করেছিলেন।

সেই প্রস্তাব অনুযায়ী এ মাসের ঐ ঝড়ের নামকরণ করা হয় মহাসেন।

কিন্তু কেন ঐ রাজার নামে ঝড়ের নাম রাখা হল তা নিয়ে গত ক সপ্তাহ ধরে শ্রীলঙ্কায় জাতীয়তাবাদীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসছেন।

এই জনরোষের সাথে যোগ দেন এমনকি সেদেশের প্রেসিডেন্ট মহিন্দা রাজাপাক্সে।

প্রেসিডেন্ট এমন মন্তব্যও করেন, রাজা মহাসেন শ্রীলঙ্কার জন্য সমৃদ্ধি এনে দিয়েছিলেন, সুতরাং দুর্যোগের নামরে সাথে তার নাম কেন।

আর এর পরই, শ্রীলঙ্কার আবহাওয়ার দপ্তরের নতুন প্রধান এস এইচ কারিওয়াসাম এই নাম প্রস্তাবের জন্য জাতির কাছে ক্ষমা চাইলেন।

এক বিবৃতিতে তিনি বলেন, “রাজা মহাসেনকে অসম্মান করার কোন ইচ্ছা এই বিভাগের ছিলনা। তবুও জাতির কাছে এই বিভাগ ক্ষমা চাইছে।”

এর আগে শ্রীলঙ্কার আবহাওয়ার দপ্তরের কর্মকর্তারা বলছিলেন, মহাসেন নামকরণ যথার্থ ছিল কারণ এসব ঝড় গরম কমিয়ে বৃষ্টি এনে কৃষকদের সুবিধে করে দেয়।

ঝড়ের নাম মহাসেন কেন — এ নিয়ে শত উদ্বেগের মধ্যেও বাংলাদেশে অনেক মানুষ সহাস্য প্রশ্ন করেছেন। ফেসবুকের মত সামাজিক যোগাযোগের সাইটে অনেকে এই নাম নিয়ে ঠাট্টা তামাশা করেছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.