আগের চেয়ে অনেক নমনীয় বিএনপি !

মে ২৬, ২০১৩

images (1)ঢাকা জার্নাল: তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিএনপি এখন আর আগের মত অনঢ় অবস্থানে নেই৷ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন না – এই আশ্বাস পেলেই সন্তুষ্ট৷ বাকি বিষয় আলাপ আলোচনার মাধ্যমে ঠিক করতে চায় তারা৷

তবে আওয়ামী লীগ বলছে কোনো শর্ত নয়৷ যা হবে তা সংসদের মাধ্যইে হবে, বিএনপি সংসদে গিয়ে তাদের কথা বলতে পারে৷

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছেন, তারা যে পদ্ধতির তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়ে আসছিলেন তা পুরোপুরি মেনে সংলাপ হতে হবে সে রকম অবস্থান তাদের আর নেই৷ তারা যদি এই প্রতিশ্রুতি পান যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন না তাহলেই তারা আলোচনায় প্রস্তুত৷ নির্বাচনকালীন সরকারে কোনো রাজনৈতিক ব্যক্তি থাকতে পারবেন না, এমন দাবিতেও আর অনঢ় নেই বিএনপি৷

শামসুজ্জামান দুদু বলেন, “কি ধরণের ব্যক্তিদের নিয়ে সরকার হবে তা আলাপ আলোচনার মাধ্যমেই ঠিক করা যাবে৷”

তবে আওয়ামী লীগ সংলাপ নিয়ে তার আগের অবস্থান থেকে সরে এসেছে৷ আগে সংসদ বা সংদদের বাইরে যেকোনো জায়গায় সংলাপের কথা বললেও এখন তারা সংসদের বাইরে এনিয়ে কথা বলতে রাজি নন৷

আওয়ামী লীগ নেতা এবং দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন বিএনপিকে কথা বলতে হবে সংসদে৷ তাদের যত দাবিই থাকুক না কেন সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ কম৷

তিনি বিএনপির সমালোচনা করে বলেন, “তারা একদিকে সংলাপের কথা বলছে৷ অন্যদিকে হরতাল দিচ্ছে৷ তিনি একে ‘হঠকারী রাজনীতি’ বলে অভিহিত করেন৷”

জবাবে শামসুজ্জামান দুদু বলেন সরকার এর আগে সংলাপের জন্য বিএনপিকে ঠিঠি দেয়ার কথাও বলেছে৷ আর বিএনপি যখন সংলাপের আয়োজন করার আহ্বান জানাল তখন সরকার নতুন কৌশল নিল৷ নতুন কথা বলতে শুরু করল৷ এমনকি তারা বিরোধী দলকে সভা সমাবেশ করতেও দিচ্ছেনা৷ তাই বিএনপির হরতাল ডাকা ছাড়া আর কোনো পথ নেই৷

তিনি দাবি করেন, সরকারের আচরণের কারণে তারা বাধ্য হয়ে হরতাল দিচ্ছেন৷ তবে তারা এখনো সংলাপ চান৷ তিনি বলেন রাজপথ এবং সংলাপ দুই জায়গায়ই তারা সক্রিয় আছেন৷

শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি নমনীয় হয়েছে একটি সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্রের স্বার্থে৷ এটিকে সরকার দুর্বলতা ভাবলে ভুল করবে৷ বিএনপি চায় আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান৷ আর তা না হলে রাজপথে কিভাবে দাবি আদায় করতে হয় তা বিএনপি’র জানা আছে৷ প্রয়োজনে বিএনপি গণকারাবরণ, গণআইন অমান্য করা, অবরোধ এবং অসহযোগ আন্দোলনের মতো কর্মসূচি দিয়ে দাবি আদায় করবে৷

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.