ড. ইউনূসের মনোপলি বুদ্ধি: অর্থমন্ত্রী

মে ২৫, ২০১৩

muhit-younus20130525073007ঢাকা জার্নাল: গ্রামীণ ফোনের বাংলাদেশ রেলওয়ের অপটিক্যাল ফাইবার ব্যবহার করার বিষয়টিকে ‘ড. ইউনূসের মনোপলি বুদ্ধি’ বলে অভিহিত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শনিবার বিকেলে অর্থমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রাক বাজেট প্রস্তাবনা নিয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ’র (আইবিএফবি) বৈঠকে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ রেলওয়ের যে অপটিক্যাল ফাইবার রয়েছে তা ব্যবহার করছে গ্রামীণ ফোন। আর এটি ‘ড. ইউনূসের মনোপলি বুদ্ধি’।

বৈঠকে বাংলাফোন লিমিটেডের পক্ষে লুৎফন নেসা সাউদিয়া দেশব্যাপী তাদের অপটিক্যাল ফাইবার সেবা ও সমস্যার বিষয় তুলে ধরেন অর্থমন্ত্রীর কাছে।

সাউদিয়া বলেন, “গ্রামীণ ফোন ছাড়া আর যেসব কোম্পানি রয়েছে, তারা প্রত্যেকেই তাদের অপটিক্যাল ফাইবার ব্যবহার করছে। রাজধানীতে ব্যবসা পরিচালিত হচ্ছে অপটিক্যাল ফাইবার আমদানির ওপর নির্ভর করে। কারণ সরকারি একমাত্র প্রতিষ্ঠান শিলামনি’র অপটিক্যাল ফাইবারের দাম অনেক বেশি। বেশি দামের কারণেই আমদানি করতে হয়।”

বিষয়টি নিয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি কামনা করেন সাউদিয়া।

অনুষ্ঠানে অংশ নেওয়া আইবিএফবি’র দু’একজন প্রতিনিধি গ্রামীণ ফোনের বাংলাদেশ রেলওয়ের অপটিক্যাল ফাইবার ব্যবহারের বিষয়টি তুলে ধরেন।

বাংলাফোন লিমিটেড দেশব্যাপী আইএসপি লাইসেন্সের আওতায় পারমিট নিয়ে টেলিটক এবং তাদের নিজস্ব গ্রাহকদের অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ট্রান্সমিশন সার্ভিস দিয়ে আসছে। এছাড়া বিটিসিএল এবং টেলিটক তাদের থ্রিজি প্রকল্প সম্প্রসারণের কাজে ব্যবহারের জন্য বাংলাফোন লিমিটেডের অপটিক্যাল ফাইবার ব্যবহার করছে।

অনুষ্ঠানে আইবিএফবি’র নির্বাহী পরিচালক মো. আব্দুস সালামসহ প্রায় বেশ কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আইবিএফবি বিভিন্ন সমস্যা তুলে ধরে বাজেটে তাদের জন্য ট্যাক্স কমানোর দাবি করেন তারা।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মে ২৫, ২০১৩

ঢাকা জার্নাল, মে ২৫, ২০১৩।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.