৮০ বছর বয়সে এভারেষ্টের চূড়ায়!

মে ২৩, ২০১৩

everest-bg20130523040509ঢাকা জার্নাল: সবচেয়ে প্রবীণ এভারেষ্ট জয়ী হিসেবে বিশ্ব রেকর্ড গড়লেন ৮০ বছর বয়েসী জাপানী বংশোদ্ভুত ইউচিরো মিউরা।

বৃহষ্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে তিনি ৮,৮৪৮ মিটার এভারেষ্টের চূড়ায় পৌছান। এসময় তার চিকিৎসক ছেলে গোটা এবং পর্বতারোহন সহকারী গায়েন্দ্রা শ্রেষ্ঠ সাথে ছিলেন।

মিউরা এর আগেও ৭০ বছর বয়সে ২০০৩ সালে এবং ৭৫ বছর বয়সে ২০০৮ সালে এভারেষ্টের চূড়ায় উঠেছিলেন।

এ বছর জানুয়ারি মাসে হৃদপিণ্ডে অস্ত্রপ্রচার এবং কোমড়ের হাড় ভাঙ্গা সমস্যা থাকা সত্ত্বেও তিনি আরোহন করেন।

আরোহন শুরু করার আগে তিনি মাউন্টেন বেস থেকে টেলিফোনের মাধ্যমে জানান, “আমি এখন পর্যন্ত সুস্থ্য সবল আছি। আমার মনে হয় আমি এভারেষ্টের চূড়ায় পৌঁছাতে পারবো।”

তিনি টোকিওতে একটি বিশেষ প্রশিক্ষণ নিচ্ছিলেন। যেখনে তাকে সপ্তাহে তিনবার প্রত্যেক পায়ে ৫ কেজি এবং কাঁধে ২৫ থেকে ৩০ কেজি ওজন নিয়ে হাটঁতে হতো।

মিউরা বলেন, “আমার স্বপ্ন ছিলো এই বয়সে এভারেষ্টে চূড়ায় উঠা। যদি তোমার স্বপ্ন থাকে তবে কোন দিন হাল ছেড়ো না। স্বপ্ন সত্যি হবেই।”

গত বছর ৭৩ বছর বয়েসী জাপানী বংশোদ্ভুত প্রবীণ নারী তামায়ে ওয়াতানেবে এভারেষ্ট জয় করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন।

ঢাকা জার্নাল, মে ২৩ ২০১৩।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.