হেফাজতের তিন কেন্দ্রীয় নেতা গ্রেফতার

মে ২০, ২০১৩

0,,16710505_303,00ঢাকা জার্নাল: হেফাজতে ইসলাম মহানগরের তিন নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার সন্ধ্যায় তাদের কাফরুল এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- লালবাগ শাহী মসজিদের খতিব ও মিরপুর ১৩ নম্বরের জামিয়া আরাবিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসার অধ্যক্ষ এমরান মাজহারী, একই মাদ্রাসার উপাধ্যক্ষ মিজানুর রহমান ও মিরপুর ১৪ নম্বরের জামিউল উলুম মাদ্রাসার অধ্যক্ষ আবুল বাশার।

এর মধ্যে আবুল বাশার কাফরুল থানা হেফাজতে ইসলামের আহ্বায়ক ও মিজানুর রহমান যুগ্ম আহ্বায়ক।

উল্লেখ্য, গত ৫ মে সংঘটিত সহিংসতার ঘটনায় মতিঝিল থানায় দায়ের হওয়া দুটি মামলায় (১১ ও ১৩নং মামলা) তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

এর মধ্যে একটি মামলা পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) হত্যার অভিযোগে দায়ের করা হয়।

সোমবার গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে বলে জানা গেছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.