হলিউড থেকে বলিউড?

মে ১৬, ২০১৩

0,,16344611_404,00ঢাকা জার্নাল: ডিজনিল্যান্ড বলে মনে হওয়াটা স্বাভাবিক৷ দুজন ক্রিকেট পাগল ভারতীয় কিশোরের মার্কিন মুলুকে গিয়ে বেসবল খেলোয়াড় হওয়ার কাহিনি৷ তাদের নির্বাচন আবার এক রিয়্যালিটি শো’র মাধ্যমে, যা বাস্তবিক ঘটেছিল ২০০৮ সালে৷

ডিজনি কর্পোরেশনের ‘‘মিলিয়ন ডলার আর্ম” ছবিটির শুটিং শুরু হয়েছে মুম্বইতে, এএফপি সংবাদ সংস্থা অনেক খোঁজখবর করে জানিয়েছে৷ ছবিটি যে তৈরি হচ্ছে, সে খবর অন্তত মাসখানেক ধরে বাজারে রয়েছে৷ মার্কিন হিট টিভি সিরিজ ‘‘ম্যাড মেন”-এর অভিনেতা জন হ্যাম আছেন সেই ছবিতে৷ তাঁকে নাকি মুম্বইতে ফ্যানদের সঙ্গে ছবি তুলতে দেখা গেছে, দেখা গেছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপরার সাথে খানাপিনা করতে৷

‘‘মিলিয়ন ডলার আর্ম” মানে ‘দশ লাখ ডলারের হাত’৷ ছবির টাইটেল শুনলেই ‘‘স্লামডগ মিলিওনেয়ার”-এর কথা মনে পড়তে বাধ্য৷ সেটা ছিল কুইজ শো৷ ডিজনি’র ছবিতে এবার তার স্থান নিচ্ছে এক রিয়্যালিটি শো৷ মজা এই যে, ছবির রিয়্যালিটি শো’টা কিন্তু বাস্তবেই ঘটেছে৷ মার্কিন স্পোর্টস এজেন্ট জে বি বার্নস্টাইন ২০০৮ সালে ভারতে গিয়ে একটি রিয়্যালিটি শো করেছিলেন, যার জন্য তিনি চার হাজার ভারতীয় ক্রিকেট খেলোয়াড়দের অডিশন করেন৷

বিজয়ীদের পুরস্কার ছিল, তাদের মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে বেসবলের ট্রেনিং দেওয়া হবে৷ বিজয়ী হয়েছিলেন দিনেশ প্যাটেল ও রিঙ্কু প্যাটেল৷ দু’জনেই বোলার, মানে বোলার ছিলেন৷ এখন তারা পিটসবার্গ পাইরেটদের হয়ে ‘পিচার’, অর্থাৎ বোলার-এর বেসবল সংস্করণ৷ স্পোর্টস এজেন্ট বার্নস্টাইনের ভূমিকায় অভিনয় করছেন জন হ্যাম৷

ধীরে ধীরে হলিউড-বলিউড ছবির যে একটা ট্র্যাডিশন গড়ে উঠছে, তার প্রমাণ, অং লি’র ‘‘লাইফ অফ পাই”-এর অভিনেতা সুরজ শর্মাও এই নতুন ছবিতে থাকছেন৷ ছবির পরিচালক হলেন ‘‘লার্স অ্যান্ড দ্য রিয়্যাল গার্ল” খ্যাত ক্রেইগ জিলেপসি৷ চিত্রনাট্য লিখেছেন টম ম্যাককার্থি৷ মুম্বই-এর উত্তরাঞ্চলে ইতিমধ্যেই শুটিং শুরু হয়েছে, বলে জানিয়েছে এএফপি সংবাদ সংস্থা৷

পূর্ব-পশ্চিমের মধ্যে পার্থক্য যতোটা, ফ্যাশিনেশন, আকাঙ্খা-আকুলতা ঠিক ততোটাই৷ সেই সঙ্গে আছে অনুকরণ৷ ইংরিজি পাগল উপমহাদেশের সঙ্গে মার্কিন মুলুকের ভাষাগত দূরত্ব খুব বেশি নয়৷ সব মিলিয়ে এখানে এমন একটা নিবিড় ফিল্মি, বাণিজ্যিক, সাংস্কৃতিক – হয়ত হৃদয়ের সম্পর্কও! – গড়ে উঠছে, যার সম্ভাবনা অপরিমেয়৷

এসি/ডিজি (এএফপি, পিটিআই)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.