সোনার মুদ্রায় শচীন

মে ১৩, ২০১৩
image_37684ঢাকা জার্নাল: শচীন টেনডুলকার জায়গা পেলেন সোনার মুদ্রায়। সোমবার উন্মুক্ত করা মুদ্রাটির এক পাশে রয়েছে লিটলমাস্টারের মুখের প্রতিচ্ছবি ও অন্য পাশে তার স্বাক্ষর।

২৪ ক্যারেট সোনার মুদ্রা যে কেউ কিনতে পারবেন। এ জন্য তাকে খরচ করতে হবে ভারতীয় মুদ্রায় ৩৪ হাজার রুপি। শচীন নিজেই হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র দিন ‘অক্ষয় তৃতীয়া’ উপলক্ষে সোমবার মুদ্রার মোড়ক উন্মোচন করেন ।
সীমিত সংখ্যক এসব সোনার মুদ্রা সরকারিভাবে তৈরি করা হয়নি। ভ্যালুমার্টগোল্ড নামের একটি স্বর্ণের কোম্পানির সঙ্গে চলতি বছর থেকে তিন বছরের জন্য পণ্য দূত হিসেবে চুক্তি করেছেন শচীন। সেই চুক্তির আওতায় কোম্পানিটি তৈরি করেছে এসব মুদ্রা।
এ বিষয়ে শচীন বলেন, ‘মাঠে আমার অনেক সোনালি মুহূর্ত রয়েছে। কিছু স্মৃতি খুবই চমৎকার কিন্তু এটি আসলেই ভিন্ন। হিন্দুদের পঞ্জিকায় এটি একটি গুরুত্বপূর্ণ দিন।’
হিন্দু ধর্ম মতে, এই দিনে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার হিসেবে জন্ম গ্রহণ করেন পরশুরাম। এদিনেই বেদ ব্যাস ও গণেশ মহাভারত রচনা শুরু করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.