শনিবার খালেদা জিয়ার সাথে জাতিসংঘ দূতের বৈঠক

মে ১০, ২০১৩
P1_KHALEDA-JIA1ঢাকা জার্নাল: জাতিসংঘ মহাসচিব বান কি মুনের রাজনৈতিকবিষয়ক বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকোর সাথে বিএনপি চেয়ারপার্সন ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বৈঠক শনিবার বিকেলে।

রাজধানীর গুলশানে বেগম জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে পরিবর্তন ডটকমকে জানিয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানতে চার দিনের সফরে শুক্রবার যে কোনো সময় ঢাকায় আসছেন অস্কার ফার্নান্দেজ তারানকো।

এই সফরে তিনি বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও বৈঠক করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরকালে আগামী নির্বাচন প্রক্রিয়া কোন পদ্ধতিতে হবে বা প্রক্রিয়া নির্ধারণে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ অনুষ্ঠানের ব্যাপারে উভয় দলের অবস্থান জানতে চাইবেন। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে একটি কার্যকর সংলাপের ক্ষেত্রে জাতিসংঘ কোনো সহায়তা দিতে পারে কিনা সে বিষয়েও প্রস্তাব দেবেন তিনি। এছাড়া ঢাকা সফরকালে তিনি নির্বাচন কমিশন, সুশীল সমাজ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন।

গত ডিসেম্বরে তিনি বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে খতিয়ে দেখতে ঢাকা সফর করেন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.