ইন্টারপোলের তিন তদন্ত কর্মকর্তা নিখোঁজ

মে ১০, ২০১৩

Interpol

ঢাকা জারনালঃ মেক্সিকো পূর্বাঞ্চল থেকে ইন্টারপোলের পক্ষে কর্মরত তিন তদন্ত কর্মকর্তা নিখোঁজ হন। মেক্সিকো কর্তৃপক্ষ ইন্টারপোলের পক্ষে কর্মরত তাদের এই তিন তদন্ত কর্মকর্তা ও এক ফেডারেল এজেন্টের সন্ধানে জোর তৎপরতা চালাচ্ছে।

বুধবার সিউদাদ রাজ্যের গভর্নর কাসার দুয়ার্তি সাংবাদিকদের বলেন, দেশের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী তাদের উদ্ধারে সমন্বিত প্রচেষ্টা চালাচ্ছে। তবে দুয়ার্তি এব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি।

এদিকে, টেক্সাসের সীমান্তবর্তী মেক্সিকোর সিউদাদ রাজ্যে সবচেয়ে বেশী মাদক সংক্রান্ত সহিংসতা ঘটতে দেখা যায়।

সংবাদপত্র দিয়ারিও ডি জুয়ারেজ জানায়, ইন্টারপোলের এই তিন এজেন্ট ও অ্যাটর্নি জেনারেলের দপ্তরের তাদের সহকর্মীকে সর্বশেষ গত সোমবার চিহুয়াহুয়ার রাজধানীতে দেখা যায়। মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সিউদাদ জুয়ারেজে যাওয়ার আগে তাদেরকে সেখানে দেখা যায়।

উল্লেখ্য,ফেডারেল অ্যাটর্নি জেনারেলের দপ্তরের একজন মুখপাত্র এএফপিকে বলেন, তিনি তাদের নিখোঁজ হওয়ার খবর নিশ্চিত করতে পারেননি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.