জাবি শিক্ষকদের আন্দোলন অব্যাহত

মে ৮, ২০১৩

images

ঢাকা জার্নালঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো. আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে টানা ৯ম দিনের মত শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার অধিকাংশ বিভাগে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তবে শিক্ষকদের পরবর্তী কর্মসূচি নির্ধারণ করতে গতকাল শিক্ষক সমিতির এক জরুরি সাধারণ সভায় চলমান কর্মসূচি অব্যাহত রেখে সভাটি মুলতবি করা হয়। সভাটি আগামী সোমবার অনষ্ঠিত হবে বলে জানা গেছে।
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির একটি জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার। বর্তমান আন্দোলন প্রসঙ্গে সহকর্মীদের দীর্ঘ পর্যালোচনার পর চলমান কর্মসূচি অব্যাহত রেখে সভাটি মুলতুবি করা হয়। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শরিফ উদ্দিন বলেন, বর্তমান আন্দোলন প্রসঙ্গে সহকর্মীদের দীর্ঘ পর্যালোচনার পর চলমান কর্মসূচি অব্যাহত রেখে সভাটি মুলতবি করা হয়েছে। তবে আগাীম সভা না হওয়া পর্যন্ত শিক্ষক সমিতির কর্মবিরতি অব্যাহত থাকবে।
ছাত্রলীগ কর্তৃক এক শিক্ষক লাঞ্ছনার ঘটনায় অভিযুক্তকে বহিষ্কারসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষক সমিতি। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় অভিযুক্তকে ছয় মাসের মৌখিক বহিষ্কার করলেও পরে তা প্রত্যাহার করেন ভিসি অধ্যাপক আনোয়ার।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.