পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ইমরানের

মে ৮, ২০১৩

drimranঢাকা জার্নাল: হেফাজতে ইসলামের পরপর দু’দিনের সহিংসতার ঘটনায় মামলা হয়েছে ১৬টি৷ এর মধ্যে পুলিশ বাদি হয়ে পাঁচটি মামলা করেছে, যাতে হেফাজতের শীর্ষ নেতাদের আসামী করা হলেও প্রধান ব্যক্তি সংগঠনের আমির আল্লামা আহমদ শফিকে আসামী করা হয়নি৷

এ কারণে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন গণজাগরণ মঞ্চের সমন্বয়ক ডা. ইমরান এইচ সরকার৷

তিনি বলেন,“ আহমদ শফির নির্দেশেই হেফাজতের নেতা-কর্মীরা তাণ্ডব-লীলা চালিয়েছে৷ তিনি এই সংগঠনের প্রধান৷ তাই তাঁকেই প্রধান আসামী করা উচিত ছিল৷”

তাঁকে আসামী না করায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইমরান এইচ সরকার বলেন, “অবশ্যই তাঁকে প্রধান আসামী করতে হবে এবং গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করতে হবে৷”

ডা. ইমরান এইচ সরকার বলেন, গণজাগরণ মঞ্চের সমন্বয়ক হিসেবে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে হেফাজতের নেতারা৷ কিন্তু তাঁর কোনো ব্লগে ধর্ম নিয়ে কোনো লেখাই নেই৷ এ দাবিও কেউ এখনও করতে পারেনি৷ তাঁর শুধু ‘অপরাধ’ গণজাগরণ মঞ্চের নেতৃত্ব দেয়া, যুদ্ধপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন করা৷ তাদের এই ধরনের দাবির মুখে ডা. ইমরান বলেন, “হেফাজত আমির তাহলে কেন আসামী হবেন না? কেন তাঁকে গ্রেপ্তার করা হবে না?”

ঢাকা মেট্টোপলিটন পুলিশ কমিশনারের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, “ঘটনাস্থলে আহমদ শফি ছিলেন না৷ তাই তাঁকে কোনো মামলায় আসামী করা হয়নি৷ যাঁরা ঘটনাস্থলে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাণ্ডব চালিয়েছেন, তাঁদের গ্রেপ্তারের পর যদি আহমদ শফির নাম আসে তাহলে তাঁকেও আসামী করা হবে৷”

তিনি বলেন, যে মামলাগুলো এখন পর্যন্ত দায়ের করা হয়েছে ওই মামলাগুলোর জোরেসোরে তদন্ত চলছে৷ তদন্ত শেষ হলেই নিশ্চিত করে বলা যাবে কারা এই ভয়াবহ ধ্বংসযজ্ঞের সঙ্গে কারা জড়িত, আসল অপরাধী৷

এদিকে, হেফাজত ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরীকে সোমবার রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ৷ তাঁকে হত্যা মামলাসহ কয়েকটি মামলার প্রধান আসামী করা হয়েছে৷ মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ৷ আদালত নয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন৷ মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মফিজুর রহমান বাবুনগরীকে পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের এই আবেদন করেন৷ ঢাকার মহানগর হাকিম তারেক মইনুল ইসলাম ভূঁইয়া রিমান্ড মঞ্জুর করেন৷

প্রসঙ্গত, রবিবার মতিঝিলে সমাবেশ চলাকালে হেফাজতে ইসলামের কর্মীরা পল্টন, বায়তুল মোকাররম ও আশপাশের এলাকায় ব্যাপক তাণ্ডব চালায়৷ পরদিন রবিবার রাতে রাজধানীর পুরনো ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের পাশ থেকে বাবুনগরীকে আটক করে লালবাগ থানা পুলিশ৷ এরপর তাঁকে মতিঝিল থানায় হস্তান্তর করা হয়৷ বাবুনগরী চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মুঈনুল আলম মাদ্রাসার মুহাদ্দিস৷ ওই মাদ্রাসার মহাপরিচালক আহমদ শফী হেফাজতের আমির৷

ওদিকে, হেফাজতে ইসলামের ৪০ জন কর্মীকে দুই দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ৷ ঢাকা মহানগর হাকিম মো. ইসমাইল হোসেন মঙ্গলবার এই রিমান্ডের আদেশ দেন৷ ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখিয়ে হেফাজতের ২০ জন কর্মীর সাত দিন করে রিমান্ড চায় রমনা থানার পুলিশ৷ একই ধারায় অন্য ২০ জনকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে শাহবাগ থানার পুলিশ৷

শুনানি শেষে ৪০ জনের প্রত্যেকের দুই দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত৷ গত রবিবার দিনে ও রাতে হেফাজতের এই কর্মীদের গ্রেপ্তার করে পুলিশ৷

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.