বিরোধী দলকে সংসদে যোগ দেওয়ার আহবান স্পিকারের

মে ১, ২০১৩

speakersm20130501070212ঢাকা জার্নাল: বিরোধী দলকে সংসদে যোগ দিয়ে সংসদীয় গণতন্ত্রকে আরও কার্যকর করে তোলার আহবান জানিয়েছেন জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী।

বুধবার দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ আহবান জানান।

জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সংসদে এসে আলোচনা করার আহবান জানান তিনি।

আগামী বাজেট অধিবেশনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে ও এতে বিরোধী দলের অংশগ্রহণ কামনা করে তিনি বলেন, “সংসদকে কার্যকর করতে বিরোধী দলের যে দায়িত্ব রয়েছে, তা যেন তারা ঠিকভাবে পালন করে।”

স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে সেখানে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন স্পিকার। পরে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

ঢাকা জার্নাল, মে ১, ২০১৩

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.