হয়রানির কারণে আত্মহত্যার হুমকি জাতীয় মহিলা সংস্থার এক প্রশিক্ষকের

আগস্ট ১৫, ২০২৩

প্রশিক্ষণ সেন্টারের কো-অর্ডিনেটরের হয়রানির কারণে আত্মহত্যার হুমকি দিয়েছেন জাতীয় মহিলা সংস্থার এক প্রশিক্ষক।

মঙ্গলবার (১৫ আগস্ট) আত্মহত্যার হুমকি দিয়ে ঘুমের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন সেই নারী।

জানা গেছে, জাতীয় মহিলা সংস্থার অধীন বাস্তবায়িত ‘তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন’ প্রকল্পের মাধ্যমে তৃণমূল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে নারীদের ফ্যাশন ডিজাইন, ক্যাটারিং,  বিউটিফিকেশন,  বিজনেস ম্যানেজম্যান্ট প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রকল্পের কুমিল্লার জেলার দেবিদ্বার উপজেলার প্রশিক্ষণ সেন্টারের ক্যাটারিংয়ের প্রশিক্ষক মাহমুদা সালমাকে চাকরি থেকে বরখাস্ত করতে বিভিন্নভাবে হয়রানির অভিযোগ উঠেছে প্রশিক্ষণ সেন্টারের কো-অর্ডিনেটর সুমন মাহমুদ ও প্রকল্পের সদর কার্যালয়ে কর্মরত সহকারী পরিচালক শাহ মোহাম্মদ আব্দুল রাজ্জাকের বিরুদ্ধে।

অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই প্রশিক্ষক নিজেই। ওই প্রশিক্ষক অভিযোগে জানান তাকে চাকরি থেকে বরখাস্ত করতে সুমন মাহমুদ ও আব্দুল রাজ্জাক বিভিন্ন ছলচাতুরী করছে। তাকে মিথ্য অভিযোগ দিয়ে প্রকল্প অফিসে চিঠি দিয়েছেন সমন মাহমুদ। তার পরিপ্রেক্ষিতে প্রকল্প পরিচালক প্রভাষ চন্দ্র রায় সেই প্রশিক্ষককে কেনো চাকরি থেকে বরখাস্ত করা হবে না মর্মে কারণ দশানোর নোটিশ দেন। এরই পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী আত্মহত্যার হুমকি দেন এবং ঘুমের ট্যাবলেট খান। পরে তাকে চিকিৎসা করা হচ্ছে বলে জানা গেছে।