‘কোনও ফাঁদে পা দেবেন না’ শিক্ষকদের উদ্দেশে দীপু মনি

জুলাই ২৪, ২০২৩

শিক্ষার্থীদের জিম্মি করে বিদ্যামান অবস্থান কর্মসূচি পালন করা সঠিক নয় উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমি শিক্ষকদের বলবো, কোনও ফাঁদে পা দেবেন না।

 

সোমবার (২৪ জুলাই) আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১১তম সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, ‘দুটি কমিটি করা হয়েছে। কমিটিগুলো কাজ করার পর রিপোর্ট দিলে তখন সরকার ব্যবস্থা নেবে। এখানে বিশাল আর্থিক বিষয় জড়িত রয়েছে।’

শিক্ষকদের অবস্থান কর্মসূচি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘সবাই চলে গেছেন। এখনও যারা আছেন, তারা হয়তো আরও কিছু দিন বসে থেকে চলে যাবেন। শিক্ষকদের জায়গা শ্রেণিকক্ষে। শিক্ষার্থীদের জিম্মি করে এ ধরনের কর্মসূচি পালন একেবারেই ঠিক নয়। কাজেই আমি আশা করবো, যেহেতু আলাপ-আলোচনা হয়ে গেছে, আর যেহেতু আমরা পদক্ষেপ নিয়েছি, তারা যেন শ্রেণিকক্ষে ফিরে যান।’

জাতীয় নির্বাচনের প্রাক্কালে এমন আন্দোলনে বিএনপির উসকানি আছে কিনা জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের দেশে নির্বাচন এলে তার আগে আন্দোলন শুরু করেন। সবাই ভাবেন, এই সময় আন্দোলন করতে পারলে, সরকারের ওপর চাপ-টাপ দিলে… কিন্তু সরকার কোন চাপ নিতে পারবে, কোন চাপ নিতে পারবে না, কোনটি করা সম্ভব, কোনটি তাৎক্ষণিকভাবে সম্ভব নায়, কোনটির জন্য সময় প্রয়োজন— এগুলো কিন্তু আন্দোলকারীদের বুঝতে হয়, বুঝতে হবে। আমাদের গণতন্ত্রেরও অনেক বছর হয়ে গেছে। আপনি উসকানির কথা বলছেন, অবশ্যই উসকানি আছে। কারণ, যারা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য নানান রকম কর্মকাণ্ড অতীতে করেছে, যারা জনগণকে সম্পৃক্ত করে কোনও আন্দলন গড়ে তুলতে পারছে না, তারা একেক সময় একক গোষ্ঠীর ওপর সওয়ার হয়। আজকে যারা আন্দোলন করছেন, শিক্ষকদের ওপর সওয়ার হয়ে তাদের আন্দোলনেকে একটি জায়গায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা তো থাকতেই পারে। আমি শিক্ষকদের বলবো— এমন কোনও ফাঁদে পা দেবেন না।’