নিগারদের জন্য ৩৫ লাখ টাকা বোনাস ঘোষণা বিসিবির

জুলাই ২৩, ২০২৩

ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে জিতেই ইতিহাস গড়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথমবার ভারতের বিপক্ষে জিতেছে ওয়ানডে ম্যাচ। সেটা আরও স্মরণীয় হয়ে থাকলো তৃতীয় ওয়ানডেতে টাই করে। প্রথমবার ওয়ানডে চ্যাম্পিয়নশিপের শীর্ষে থাকা দলের সঙ্গে টাই করে সিরিজ ভাগাভাগি করেছে। যা সিরিজ জয়ের সমান। নিগার সুলতানাদের অবিশ্বাস্য কীর্তির পর দলের সবার জন্য ৩৫ লাখ টাকা বোনাস ঘোষণা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।।

রবিবার সোনারগাঁওয়ে টিম হোটেলে বিসিবি সভাপতি সংবাদমাধ্যমকে এমন তথ্য দিয়েছেন। সেখানে ক্রিকেটার ও কোচিং স্টাফদের মিলিয়ে মোট ৩৫ লাখ টাকার মতো বোনাস ঘোষণা করেন তিনি, ‘আমাদের সেঞ্চুরি আছে একটা। বেশ কয়েকটা মেয়ে খুব ভালো খেলেছে। দলের জন্য এমনিতে ২৫ লাখ টাকা দিচ্ছি। সেঞ্চুরির জন্য আর যারা পারফর্ম করেছে তাদের আলাদা আলাদা টাকা দিচ্ছি। সব মিলিয়ে আমার ধারণা ৩৫ লাখ হবে।’

শুধু সিরিজ ড্র-ই নয়। তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের হয়ে মেয়েদের ক্রিকেটে প্রথম সেঞ্চুরির কীর্তি গড়েছেন ফারজানা হক। তাদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন নাজমুল হাসান। বলেছেন, ‘মেয়েদের দলকে যতটা দুর্বল মনে করি তারা কিন্তু নিজেদের এত দুর্বল মনে করে না। যত শক্তিশালী প্রতিপক্ষই হোক না কেন, সাহস নিয়ে খেলে। প্রথম ওয়ানডে জিতলো, এটা তো একটা অস্বাভাবিক ব্যাপার। ভারতের সঙ্গে জেতার পর অধিনায়কের সঙ্গে কথা বলি। বলি যে তোমরা বোনাস পাবে। সামনে দুটো ম্যাচ আছে, দেখো সিরিজটা জেতা যায় কিনা। আমি নিজে যে খুব বিশ্বাস করেছি তা না। একটা জিনিস বলতে পারি, নিঃসন্দেহে সবাই স্বীকার করবে মেয়েরা আপ্রাণ চেষ্টা করছে। তাদের নিবেদনে, কাজের ধরনে কোনও সমস্যা নাই। তাদের অনেকে পারফরম্যান্সে ভালো উন্নতি করেছে। এটা চোখে পড়ার মতো।’