শিক্ষাপ্রতিষ্ঠানে মেধার সমন্বয় করতে লটারিতে ভর্তি

ডিসেম্বর ১২, ২০২২

অশুভ প্রতিযোগিতা থেকে শিক্ষার্থীর মানসিক চাপ মুক্ত রাখা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মেধান্বয় করতে লটারিতে ভর্তির ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  সোমবার (১২ ডিসেম্বর) ‘আর্ন্তর্জাতিক মার্তৃভাষা ইনস্টিটিউট মিলায়তনে ২০২৩ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

এ সময় শিক্ষা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচলক অধ্যাপক নেহাল আহমেদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডা. দীপু মনি বলেন, ‘লটারিতে ভর্তির ব্যবস্থা নেওয়ায় অনেকে ভালোভাবে নিয়েছেন, অনেকে সমালোচনা করেছেন।  সম্প্রতি একজন রিপ পিটিশন দায়ের করেছিলেন।  হাইকোর্ট বিভাগে সে মামলাটি খারিজ হয়ে গেছে। তার কারণ আদালতকে আমরা বোঝাতে সমক্ষম হয়েছি এই পদ্ধতিটি ভালো।  এতে ইতিবাচক দিক রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে মেধার সমন্বয় হবে। লটারিতে ভর্তি- অবৈধ অবৈধভাবে শিক্ষার্থী ভর্তি বন্ধ করা, শিশুদের প্রতি মানসিক চাপ প্রশমন, অর্থ সাশ্রয়, পছন্দের প্রতিষ্ঠানে ভর্তির অশুভ প্রতিযোগিতা বন্ধ করে। শিক্ষার্থীদের যেকোনো প্রতিষ্ঠানে পড়ার অধিকার তৈরি হওয়ার কারণে এটি ভালো ব্যবস্থা।  সে কারণে আদালতে রিট খারিজ হয়েছে। ’

শিক্ষামন্ত্রী বলেন, ‘জানুয়ারি মাসে সরকারি বেসরকারি বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়।  বিদ্যালয়ে ভর্তির জন্য শিশুদের চাপের মধ্যে থাকতে হতো। আনন্দের সঙ্গে স্কুলে গিয়ে লেখাপড়ার অবস্থা থাকতো না। যে বিদ্যালয়ে পরীক্ষা দিতো সেই বিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেলে সে আর বিদ্যালয়  ভালো পেলো না এতে না, এই পরিস্থিতে শিক্ষার্থীর মধ্যে হতাশা তৈরি হয়। ‘

নামি-দামি প্রতিষ্ঠানে ভর্তির বিষয় উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘একটি বিদ্যালয় সব শিক্ষার্থীদের বাছাই করে নেওয়া হয়। তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠান করে কী? বাবা-মাও বাড়িতে এতো যত্ন নেন। তারপরও তো দুএকজন ফলাফল খারাপ করে। তাহলে ওই বিদ্যালয়ে কৃতিত্বটা কোথায়?’

সব শিক্ষার্থী ভর্তি হওয়ার সযোগ পাওয়ার নিশ্চয়তা দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘সিট সংখ্যা শিক্ষার্থীর চেয়ে বেশি আছে। কাজেই সকলেই ভর্তি হতে পারবে। এমন হতে পারে পছন্দের যে পাঁচটিতে দিয়েছেন, কারো ক্ষেত্রে একটিতেও হলো না। কিন্তু অপেক্ষমানদের একটি তালিকাও থাকবে। এর বাইরেও বেশ কিছু প্রতিষ্ঠান আছে তারা এখনও লটারিতে আসেনি। আগামী দিনে সেটাতে সবাই আসবে, তথকন পুরোটাই একসঙ্গে ম্যাজে করা সম্ভব হবে। যারা ভর্তি হতে পারছেন না তারা ওয়েটিং লিস্ট থেকে যেতে পারবে। কোথাও খালি হলে সেখানে ভর্তির সুযোগ থাকবে। ’

ক্যাচমেন্ট এরিয়ায় কোটা কমানোর বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘ক্যাচমেন্ট এরিয়ায় কোটা বাড়ানো উচিত। সারা দুনিয়াতে শিক্ষার্থীরা ক্যাচমেন্ট এরিয়া থেকেই আসে। স্কুলের আশপাশ থেকে যদি আসে তাহলে শিক্ষার্থীর জন্য যেমন ভালো, তেমনি  ট্রাফিক ব্যবস্থাপনার জন্য ভালো।’