সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে বরিশালে গণঅনশন

অক্টোবর ২২, ২০২২

সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধ এবং ২০১৮ সালের সংসদ নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে শনিবার (২২ অক্টোবর) দুপুরে বরিশাল নগরীতে গণঅনশন কর্মসূচি পালন করা হয়েছে।

নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে জেলা ও মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে গণঅনশন চলাকালীন সময় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক হিরন কুমার দাস মিঠু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাসদের (আম্বিয়া গ্রুপ) সভাপতি শহিদুর রহমান মিরন, জেলা জাসদের (ইনু গ্রুপ) সভাপতি আব্দুল হাই মাহবুব, ওয়ার্কার্স পাটির জেলা সভাপতি নজরুল হক নিলু, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিজানুর রহমান সেলিম, জেলা ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক একে আজাদ, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সঞ্জিব দত্ত লিটু, মহানগর কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত দাস, বীর মুক্তিযোদ্ধা মুকুল মুখার্জী প্রমুখ।

বক্তারা বলেন, দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন আজো বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে। এ নির্যাতন চিরতরে বন্ধে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন জরুরী হয়ে পরেছে। পাশাপাশি বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যা কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইনের যথাযথ বাস্তবায়ন করতে হবে। এছাড়া পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন এবং আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশন গঠনের দাবি করা হয়।