এইচএসসি পরীক্ষা নিয়ে বৈঠক চলছে

নভেম্বর ১৮, ২০২১

আগামী এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকাল ৩টার পর জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটি বৈঠক শুরু করেছে।  সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠক শুরু   হয়।বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্ব করছেন

বৈঠকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি অধ্যাপক নেহাল আহমেদ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত আছেন

বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহুব হোসেন ফান্স থেকে অনলাইনে যুক্ত হয়েছেন।

বৈঠকের পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সিদ্ধান্ত জানাতে সাংবাদিকদের ব্রিফ করবেন।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্ন করার জন্য জাতীয় মনিটরিং কমিটি ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন।

প্রসঙ্গত, আগামী ২ ডিসেম্বর থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হবে ৩০ ডিসেম্বর। রেওয়াজ অনুযায়ী ।