ঢাবির দুই শিক্ষার্থীকে মধ্যরাত পর্যন্ত ‘র‌্যাগিং’য়ের অভিযোগ

নভেম্বর ১৭, ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের অপরাজিতা বিল্ডিংয়ের চার নম্বর রুমে ম্যানেজমেন্ট বিভাগের দু’জন শিক্ষার্থীকে রাতভর র‌্যাগিং করার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন, তৃতীয় বর্ষের নাসরিন জাহান খুশি, জুলি মারমা, রিনাকি চাকমা, জান্নাত নিপু, পূজা দাস।

বুধবার (১৭ নভেম্বর) আয়শা আক্তার রিজু বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানীর কাছে লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগে বলা হয়, মঙ্গলবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০টায় পাশের রুমের নাসরিন জাহান খুশি, জুলি মারমা ও রিনাকি চাকমা আয়শা আক্তার রিজুর রুমে যায়। কথা বলার এক পর্যায়ে জুলি মারমার কাছে রিজু জানতে চান—‘আপু আমি ভাত খাই এইটা তোমাদের ভাষায় কীভাবে বলে?’ প্রতিউত্তরে তিনি আমাকে ধমক দিয়ে বলেন, ‘তুই আমাকে জিজ্ঞেস করিস?  তোর সাহস তো কম না, তোকে র‌্যাগ দিতে হবে।’

রিজু বলেন, নাসরিন জাহান খুশিও সরাসরি আমাকে বলছিল, ‘তোকে র‌্যাগ দিতে হবে।’ এরপর আমি বুঝতে পারি যে তারা আগে থেকেই প্ল্যান করে এসেছেন। তারা আমার সহপাঠীকেও নিয়ে আসে রুমে। সে রুমে ঢোকার পর রাগান্বিত হয়ে তারা বলেন, ‘রুমে আসার আগে সালাম দিতে হয় জানো না?’

লিখিত অভিযোগে রিজু আরও বলেন, ‘আমাদেরতারা বাজে একটা গানে নাচতে বাধ্য করে। কোনও উপায় না পেয়ে তাদের কথা মানতে বাধ্য হই৷ রাত ১১টা পর্যন্ত আমদের ওপর নির্যাতন করা হয়।’

ভুক্তভোগী আয়শা আক্তার রিজু জানান, আমি নিরাপত্তাহীনতায় রুমেও যেতে পারছি না, আমার যদি কিছু হয়ে যায়, তাহলে তারা দায়ী থাকবেন।’ এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

অভিযুক্ত তিন শিক্ষার্থী নাসির জাহান খুশি,পূজা দাস ও জান্নাত নিপুর কাছে বিষয়টি জানতে চাইলে তারা বলেন, ‘আমরা তিন নম্বর রুমে থাকি, তারা (রিজুরা)  চার নম্বর রুমে থাকে। আমরা প্রায়ই ওদের রুমে গিয়ে নাচানাচি করি। এর অংশ হিসেবে কালকেও গিয়ে রাত দশটা পর্যন্ত নেচেছি।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানী বলেন, ‘আমাদের কাছে অভিযোগ এসেছে। এটি হলের অভ্যন্তরীণ বিষয় তাই আমরা অভিযোগপত্র হল প্রভোস্টের কাছে পাঠিয়েছি। প্রভোস্ট বিষয়টি দেখবেন।’

হল প্রভোস্ট অধ্যাপক ড. জিনাত হুদার কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কাছে এখনও কোনও অভিযোগ আসেনি।’