পদ্মা সেতু দৃশ্যমান হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী

ডিসেম্বর ১২, ২০২০

পদ্মা সেতু দৃশ্যমান হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) পদ্মা সেতুর সবকয়টি স্প্যান বসানোর পর স্বপ্নের সেতু দৃশ্যমান হলে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তার ফেসবুকে পোস্ট দেন তিনি।

মহিবুল হাসান তার ফেসবুক পোস্টে বলেন, ‘অভিনন্দন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। শতভাগ দৃশ্যমান হলো স্বপ্নের পদ্মা সেতু। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক সরকারের ১২ বছর পূর্তির এক মাস আগেই দৃশ্যমান হলো স্বপ্নের পদ্মা সেতু। বাস্তবে ধরা দিল স্বপ্ন।’

নওফেল প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ফেসবুক পোস্টে আরও বলেন, ‘পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণের ৫ বছর পূর্ণ হবে দুদিন পর। আর আজ (বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর)  খুঁটির ওপর বসল সেতুটির সর্বশেষ ৪১তম স্প্যান। ১৫০ মিটার দৈর্ঘ্যের এ স্প্যানটি স্থাপিত হওয়ার মধ্য দিয়ে মিলিত হলো প্রমত্ত পদ্মার দুই তীর। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৯ জেলার সঙ্গে সারা দেশের সরাসরি সংযোগ স্থাপিত হওয়ার পথও উন্মুক্ত হওয়ার পথে। এর মধ্য দিয়ে সেতুর মূল অবকাঠামো শতভাগ দৃশ্যমান হলো।’