সাংবাদিক নঈম নিজাম ও পীর হাবিবের ব্যাংক হিসাব তলব

জুন ১৫, ২০২০

বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট। সংস্থাটি থেকে রবিবার (১৪ জুন) এ সংক্রান্ত চিঠি দেশের সবগুলো ব্যাংকে পাঠানো হয়েছে। চিঠিতে জরুরি ভিত্তিতে সোমবারের (১৫ জুন) মধ্যে তথ্য দিতে বলা হয়েছে।

সোমবার (১৫ জুন) বিএফআইইউ’র প্রধান আবু হেনা মো. রাজী হাসান এ বিষয়ে বলেন, ‘দৈনন্দিন কাজের অংশ হিসেবে তাদের দু’জনের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। আমরা সব ব্যাংকের কাছে তাদের দুজনের হিসাব সম্পর্কে তথ্য চেয়েছি।’ তিনি বলেন, ‘বিএফআইইউ যেকোনও মানুষের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তলব করে থাকে।’

ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, উল্লিখিত ব্যক্তিদের ব্যাংক হিসাবের বর্তমান এবং পেছনে লেনদেন হয়ে থাকলে ১৫ জুনের মধ্যে তা জানাতে হবে। যেসব তথ্য জানাতে হবে, তা হলো— হিসাব খোলার শুরু থেকে কেওয়াইসি (গ্রাহক পরিচিতি) ফর্ম, লেনদেনের প্রোফাইল এবং লেনদেনের সর্বশেষ তথ্য।

এ বিষয়ে সাংবাদিক পীর হাবিবুর রহমান বলেন, তাদের ব্যাংক হিসাব কেন তলব করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি সাংবাদিক নঈম নিজামের বরাত দিয়ে বলেন, ‘নঈম ভাইও জানেন না, তার ব্যাংক হিসাব কেন তলব করা হয়েছে।’
প্রসঙ্গত, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট অর্থপাচার রোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কাজ করে।