ওষুধ চুরির অভিযোগে জাতীয় বার্ন ইনস্টিটিউটের নার্স আটক

জুন ৯, ২০২০

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সরকারি ওষুধ অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় প্রতিষ্ঠানের জরুরি বিভাগের ইনচার্জ ও সিনিয়র স্টাফ নার্স তপন কুমারকে আটক করেছে জাতীয় নিরাপপত্তা গোয়েন্দা-এনএসআই। এসময় তার কাছ থেকে বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করেন এনএসআই কর্মকর্তারা।

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় ওষুধ নিয়ে বের হয়ে যাওয়ার সময় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ওষুধসহ আটক করে পুলিশে হস্তান্তর করে।  ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফাঁড়ির সদস্যদের মাধ্যমে শাহবাগ থানায় তপনকে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল জানান, আটক  তপন কুমার হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ও সিনিয়র স্টাফ নার্স। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে  বিভাগীয় ব্যবস্থাসহ যা যা করণীয়— আমাদের কর্তৃপক্ষ তা সিদ্ধান্ত নেবেন।

তিনি আরও  জানান, আটকের সময় নার্স তপনের কাছ থেকে জীবন রক্ষাকারী ২৫/৩০ হাজার টাকার হাই এন্টিবায়োটিক ওষুধ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, আটক  তপন কুমারের গ্রামের বাড়ি নড়াইলে। তিনি স্বাধীনতা নার্সেস পরিষদের প্রতিষ্ঠাতা নেতা।