দৈনিক সংগ্রামের অফিস ঘেরাও করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ

ডিসেম্বর ১৩, ২০১৯

মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া কাদের মোল্লাকে ‘শহীদ’ বলার প্রতিবাদে দৈনিক সংগ্রাম পত্রিকা অফিস ঘেরাও করে বিক্ষোভ করছে মুক্তিযুদ্ধ মঞ্চ। রাজধানীর মগবাজার ওয়ারলেস এলাকায় শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে পত্রিকাটির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করছে সংগঠনের নেতাকর্মীরা।

মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদ বলেন, ‘বিজয়ের মাসে একজন রাজাকার, দেশদ্রোহী কাদের মোল্লাকে সংগ্রাম পত্রিকা শহীদ অভিহিত করে সংবাদ প্রকাশ করেছে। আমরা এই ঘটনার প্রতিবাদ জানাতে এখানে এসেছি। একই কাজের জন্য পত্রিকার সম্পাদককে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’

দৈনিক সংগ্রামের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘কিছু মানুষ এসে অফিসের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছে। শুরুতে আমাদের সাংবাদিকদের ভেতরে প্রবেশ করতে বাধা দিয়েছিল। এখন গেট বন্ধ করে বসে আছি। তারা কাউকে প্রবেশ বা বাইরে বের হতে বাধা দিচ্ছে না।’

হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ বলেন, ‘খবর পেয়েছি। আমার ঘটনাস্থলে যাচ্ছি।’

মুক্তিযোদ্ধা মঞ্চের সদস্যরা জানান, সংগ্রাম অফিসের সম্পাদকের কক্ষে শাহীন শিবির নামে একটি ফাইল বাক্স পাওয়া গেছে। এছাড়াও তারা যে শিবির পরিচালনা করে তার অনেক ডকুমেন্টস আমরা পেয়েছি।

মুক্তিযোদ্ধা মঞ্চের সদস্যরা জানান, সংগ্রাম অফিসের সম্পাদকের কক্ষে শাহীন শিবির নামে একটি ফাইল বাক্স পাওয়া গেছে। এছাড়াও তারা যে শিবির পরিচালনা করে তার অনেক ডকুমেন্টস আমরা পেয়েছি।

মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি আমিনুল ইসলাস বুলবুল বলেন, স্বাধীনতা বিরোধী জামাত শিবিরের মুখপাত্র দৈনিক সংগ্রাম গতকাল (১২ ডিসেম্বর) কুখ্যাত যুদ্ধাপরাধী কসাই কাদের মোল্লাকে শহীদ আখ্যা দিয়ে প্রথম পাতায় সংবাদ পরিবেশন করেছে। মুক্তিযুদ্ধ মঞ্চ এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

যুদ্ধাপরাধীদের মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত রাজাকার কাদের মোল্লার পক্ষে অবস্থান নেয়ার অপরাধে সম্পাদক আবুল আসাদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।সূত্র বাংলা ট্রিবিউন।