ওমানের জাতীয় দিবস : বাংলাদেশে বিনিয়োগের আহবান তথ্যমন্ত্রীর

নভেম্বর ২৬, ২০১৯

বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কগুলোতে বিনিয়োগ করতে ওমানের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ওমানের ৪৯তম জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ঢাকাস্থ ওমান দূতাবাস অায়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির সম্ভাষণে তিনি এ অাহ্বান জানান।

অনুষ্ঠানে ওমান দূতাবাসের হেড অভ মিশন তাইয়িব সেলিম আল আলাভি (Taeeb Salim Al Alawi) স্বাগত বক্তব্যে তাদের দেশকে বাংলাদেশকে স্বীকৃতিদানে আরবীয় দেশগুলোর মধ্যে প্রথমদের অন্যতম বলে বর্ণনা করেন।

বাংলাদেশের শ্রমশক্তির জন্য ওমান অত্যন্ত গুরুত্বপূর্ণ গন্তব্য উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের শ্রমিক ও পেশাজীবীরা সমৃদ্ধ ওমান বিণির্মানে যেমন অবদান রাখছেন, তেমনি বৈদেশিক মুদ্রা প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখছেন।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকায় ওমানকে ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী। এসময় ওমানের জাতীয় দিবস উপলক্ষে ৪৯ অংকিত কেক কাটায় অংশ নেন তিনি।

রাষ্ট্রীয় পদস্থ ও ঢাকাস্থ অন্যান্য দূতাবাসের কর্মকর্তাসহ বিভিন্ন পেশার আমন্ত্রিত অতিথিরা এ আয়োজনে অংশ নেন।