সীতাকুণ্ডে ‘বন্দুকযুদ্ধে’ নিহত তিন, র‌্যাবের দাবি ডাকাত

অক্টোবর ২৯, ২০১৯

ঢাকা জার্নাল: চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় র‌্যাবের একটি টহল টিমের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিন জন নিহত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাবের দাবি, তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম এ তথ্য জানিয়েছেন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয় বলে তিনি জানান। তবে ডাকাতদের পরিচয় এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছে র‌্যাব।
শাফায়াত জামিল ফাহিম বলেন, ‘ডাকাতির উদ্দেশ্যে আন্তঃজেলা ডাকাত দলের একটি চক্র ছোট কুমিরা বাজার এলাকায় অবস্থান করছে খবর পেয়ে র‌্যাবের টহল টিম ওই এলাকায় যায়। এ সময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলে ঘটনাস্থলে তিন জনের মরদেহ পাওয়া যায়। মরদেহগুলো উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

ঢাকা জার্নাল, অক্টোবর ২৯, ২০১৯