বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে ড. হাছান মাহমুদ

অক্টোবর ১৮, ২০১৯

ঢাকা জার্নাল: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে শুক্রবার (১৮ অক্টোবর) সকালে বনানী কবরস্থানে দলীয় নেতাদের সঙ্গে  কবর জিয়ারতের পর গাজীপুর জেলার কালিয়াকৈড়ের কবিরপুরে বঙ্গবন্ধু ফিল্ম সিটি পরিদর্শনে যান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।     

সরেজমিনে ফিল্ম সিটির নির্মাণ তদারকি শেষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, বঙ্গবন্ধু ফিল্ম সিটিকে পর্যায়ক্রমে বিশ্বমানের  ফিল্ম সিটিতে রূপান্তর করতে কাজ করছি আমরা। ১০৫ একর জমির ওপর গড়ে ওঠা বঙ্গবন্ধু ফিল্ম সিটির প্রাথমিক কাজ প্রায় সম্পন্ন হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মাণাধীন চলচ্চিত্রের পরিচালক শ্যাম বেনেগাল বঙ্গবন্ধু ফিল্ম সিটি পরিদর্শন করে গেছেন। তার ইচ্ছে আছে এই চলচ্চিত্রের কিছু অংশের শুটিং এখানে হতে পারে।

এ সময় তথ্যসচিব আবদুল মালেক উপস্থিত ছিলেন।

ঢাকা জার্নাল, অক্টোবর ১৮, ২০১৯