June 29, 2017, 4:39 am | ২৮শে জুন, ২০১৭ ইং,বৃহস্পতিবার, রাত ৪:৩৯

ক্লিনিক উদ্বোধন করলেন শচীন!


Sachin Tendulkar 7ঢাকা জার্নাল:
 বৃহস্পতিবার মুম্বাইয়ের পারেলে এই প্রথম স্পোর্টস মেডিসিন ক্লিনিকের উদ্বোধন করলেন ক্রিকেট গ্রেট, মাষ্টার – শচীন টেন্ডুলকার।

খেলোয়াড়দের বিশেষবাবে সেরে তুলতে ক্লিনিকের চিকিৎসক প্যানেলে অন্যতম দায়িত্ব পালন করবেন বিসিসিআই’র সাবেক কনস্যালট্যান্ট ড. অনন্ত যোশি। শুধুমাত্র খেলা সংক্রান্ত চোটের চিকিৎসা হবে এখানে।

এর আগে ড. অনন্ত  যোশি-ই এক দশক আগে শচীনের কনুইয়ের গুরুতর চোট সেরে তুলেছিলেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসিআই নির্বাচক কমিটির সভাপতি সন্দীপ প্যাটেল, মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রবি সাবন্ত ও ভারতের হকির সাবেক অধিনায়ক ধনরাজ পিল্লাই।

ড. অনন্ত যোশি বলেন, খেলোয়ারদের জন্য দ্রুত
ও একই সাথে সাথে ভালো চিকিৎসার পয়োজন হয়। তাই বিশেষভাবে তৈরি করা হয়েছে এই স্পোর্টস মেডিসিন ক্লিনিক।
খেলোয়াড়দের পুনর্বাসনের ব্যবস্থাও করবে এই ক্লিনিক। আরথ্রোস্কোপিকের অস্ত্রোপচারও করা হবে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *এই পাতার আরো খবর -

জার্নাল