ঝড়ে প্রাইভেট কারের ওপর ভেঙে পড়লো গাছ, আহত ৪

মে ৪, ২০১৯

ঝড়ের সময় ঢাকা-আরিচা মহাসড়কের বারবাড়িয়া এলাকায় একটি চলন্ত প্রাইভেট কারের ওপর গাছ ভেঙে পড়ে চার জন আহত হয়েছেন। কারটি দুমড়ে-মুচড়ে গেছে।

শুক্রবার (৩ মে) গোলড়া হাইওয়ের পুলিশের ওসি লুৎফর রহমান এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিকাল সাড়ে চারটার দিকে ধামরাই উপজেলার বারবাড়িয়া আকিজ বেভারেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় চালকসহ চারজন আহত হন। চিকিৎসার জন্য তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

আহতরা হলেন মানিকগঞ্জ পৌরসভা এলাকার পউলি গ্রামের প্রাইভেট কারের যাত্রী ইনতাজ উদ্দিন (৪৫), স্ত্রী নাজনীন সুলাতানা (৪০), মেয়ে হিম আক্তার (২১) ও চালক শওকত আলী (৫৫)।
হাইওয়ের পুলিশ জানায়, ঢাকা থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিলো কারটি। ঢাকা-আরিচা মহাসড়কের বারবাড়িয়া এলাকায় পৌঁছলে হঠাৎ ঝড় শুরু হয়। সেসময় একটি গাছের ডাল ভেঙে চলন্ত কারের ওপর পড়ে। এই দুর্ঘটনার কারণে সড়কে প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। আহতদের মধ্যে প্রাইভেটকারের চালক শওকত আলীর অবস্থা আশঙ্কাজনক বলেও জানানো হয়।