‘ফণী’র কারণে ৪ মে’র পরীক্ষা পিছিয়ে ১৪ মে

মে ২, ২০১৯

ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে এইচএসসি ও সমমানের ৪ মে তারিখের নির্ধারিত পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ১৪ মে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতির অধ্যাপক মু. জিয়াউল হক এ তথ্য জানান।

আগামী ৪ মে সকালে উচ্চতর গণিত প্রথম পত্র ও ইসলাম শিক্ষা পরীক্ষা ছিল। আর বিকালে গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা ছিল। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন জীববিজ্ঞান প্রথম পত্রের (তত্ত্বীয়) পরীক্ষা হওয়ার কথা ছিল।

উল্লেখ্য, গত ১ এপ্রিল সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ১১ মে। এরপর ১২ থেকে ২১ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। 

ঢাকা জার্নাল, মে ২, ২০১৯।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.