পছন্দের ঠিকাদারকে কাজ দিতে বিএডিসি’তে ‘গোপন’ টেন্ডার

জানুয়ারি ১৬, ২০১৯

ঢাকা জার্নাল: পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে স্থান ও নির্মান অবস্থান উল্লেখ না করেই তরিঘরি করেই কৃষি উন্নয়ন কর্পোরেশনে (বিএডিসি) দরপত্র আহবান করা হয়েছে।।

বিএডিসি’র অফিস ভবন এবং অবকাঠামো সমূহ সংস্কার আধুনিকীকরণ ও নির্মাণ” প্রকল্পের আওতায় এ দরপত্র আহবান করা হয়েছে।

এ প্রকল্পের আওতায় টাঙ্গাইল সার্কেলে অধীনে জামালপুর জেলার মেলান্দহ ও দেওয়ানগঞ্জে নতুন ইউনিট অফিস ভবন (উপ-সহকারী প্রকৌশলীর কার্যলয়) নির্মানের অনুমোদন রয়েছে।

তবে প্রকল্পের এ দুটি ভবন নির্মানের জন্য জায়গার নাম ও অবস্থান উল্লেখ না করেই দরপত্র আহবান করে প্রকল্প পরিচালক মো: জয়নাল আবেদীন ও প্রধান প্রকৌশলী (নির্মাণ) জনাব মো: ফেরদৌসুর রহমান। যার দরপত্র আইডি নং-২৬৬৯২০।

তবে পচ্ছন্দের ঠিকাদার কে কাজ পাইয়ে দেওয়ার জন্য প্রকল্প পরিচালক জনাব মো: জয়নাল আবেদীন ও প্রধান প্রকৌশলী (নির্মাণ) জনাব মো: ফেরদৌসুর রহমান নির্মান প্রকল্পেরর নাম ও অবস্থান দরপত্র বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন নি বলে অভিযোগ করেছেন ভূক্তভোগী ঠিকাদাররা।

বিক্ষুদ্ধ ঠিকাদারদের রোষানল এড়াতে প্রকল্প পরিচালক তার দপ্তরে উপস্থিত হচ্ছেন না বলে তারা জানান।

ভূক্তভোগী ঠিকাদারদের অভিযোগ, পিপিআর অনুযায়ী সাইটের নাম ও অবস্থান উল্লেখ করার বিধান থাকলেও ঠিকাদারদের নজর এড়াতে দরপত্রে টাঙ্গাইল সার্কেলের অধীনে যে কোন স্থানে ২ টি নতুন ইউনিট অফিস ভবন নির্মাণ নামে উল্লেখ করা হয়েছে।

ঠিকাদাররা আরও অভিযোগ করে বলেন, মেলান্দহ উপজেলায় ভবন নির্মানের জন্য সার বিভাগের একটি বিদ্যামন গোডাউন, স্টাফ কোর্য়াটার ও গার্ড রুমকে সেচ বিভাগকে হস্তান্তর করা হয়েছে। বিদ্যমান স্থাপনাগুলো অপসারণে কোন দরপত্র আহবান না করে বা অপসারণের উদ্যোগ চূড়ান্ত না করেই তড়িঘড়ি দরপত্র আহ্বান করা হয়েছে।এ ব্যাপারে ভূক্তভোগী ঠিকাদাররা কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে আপত্তি তোলেন।

অভিযোগের বিষয়ে জানতে প্রকল্প পরিচালক মো: জয়নাল আবেদীনেরর ০১৯১১৩৯৭৯## নম্বরে ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

প্রধান প্রকৌশলী (নির্মাণ) জনাব মো: ফেরদৌসুর রহমানের ০১৭১২৯৯৪৪## নম্বরে বার বার ফোন করা হলেও তিনি ফোন ধরেন নি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.