বাংলাদেশ দখলের হুমকির প্রতিক্রিয়া না জানানো সরকারের ব্যর্থতার প্রকাশ: রিজভী

অক্টোবর ৭, ২০১৮

ঢাকা জার্নাল : ভারতের ক্ষমতাসীন বিজেপির নেতা ও রাজ্যসভার সদস্য শ্রী সুব্রামানিয়াম স্বামী বাংলাদেশ দখল ও দিল্লির শাসন প্রতিষ্ঠার যে হুমকি দিয়েছেন তার কোনও প্রতিক্রিয়া না জানানো আওয়ামী লীগ সরকারের ব্যর্থতার প্রকাশ বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘এটা শুধু সরকারের নতজানু পররাষ্ট্রনীতির পরিচায়ক নয়, সার্বভৌম বাংলাদেশের মর্যাদা ও স্বাতন্ত্র্য রক্ষায় সরকারের সীমাহীন ব্যর্থতার নগ্ন প্রকাশ বলে দেশবাসী মনে করে।’

রবিবার ( ৬ অক্টোবর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক  সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ তুলে ধরেন।

রিজভী বলেন, ‘সম্প্রতি ত্রিপুরার রাজধানী আগরতলায় এক  সংবাদ সম্মেলন হয়। সেখানে ভারতের ক্ষমতাসীন বিজেপির প্রভাবশালী নেতা ও রাজ্যসভার সদস্য শ্রী সুব্রামানিয়াম স্বামী বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর ধারাবাহিক নির্যাতন বন্ধ না হলে বাংলাদেশ দখল এবং সমগ্র বাংলাদেশে দিল্লির শাসন প্রতিষ্ঠার হুমকি দেন। গণমাধ্যমে এ খবর প্রচারিত  হলেও আওয়ামী লীগ সরকার এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া জানায়নি।’

রিজভী আরও  বলেন, ‘বর্তমান সরকার দেশের জনগণের প্রতিনিধিত্ব করে না, তারা অন্য কারও প্রতিভূ হিসেবে দেশ শাসন করে মাত্র। এই সরকারের কাছে ক্ষমতাই সবকিছু। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কিংবা মর্যাদার কোনও গুরুত্ব নেই।’

বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপি সব নাগরিকের সংবিধান স্বীকৃত সমান অধিকারে বিশ্বাসী এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিজ নিজ ধর্ম পালনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। একটি গণতান্ত্রিক দল হিসেবে শ্রী সুব্রামানিয়াম স্বামীর অভিযোগের যথার্থতা থাকলে সে বিষয়ে কার্যকর প্রতিকারের ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

ঢাকা জার্নাল, অক্টোবর ০৭,২০১৮।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.