স্কুল বাস আমদানিতে বিশেষ শুল্ক সুবিধা: অর্থমন্ত্রী

জুন ৭, ২০১৮

ঢাকা জার্নাল: যানজট থেকে রক্ষা পেতে এবং শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমাতে রাজধানীতে স্কুল বাস সার্ভিস চান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তাই কোনও শিক্ষাপ্রতিষ্ঠান বা এজেন্সি স্কুল বাস সার্ভিস চালু করতে চাইলে আমদানির ক্ষেত্রে বিশেষ শুল্ক সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৭ জুন) জাতীয় সংসদে দেওয়া বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এ ঘোষণা দেন।

আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘ঢাকা শহরে স্কুলগুলোতে ছাত্রছাত্রী যাতায়াতের জন্য অধিকাংশ স্কুলেই বাস নেই। তাই অভিভাবকরা নিজস্ব গাড়ি ব্যবহার করে তাদের সন্তানদের স্কুলে যাতায়াত নিশ্চিত করতে বাধ্য হচ্ছেন, যা ঢাকা মহানগরীতে যানজট সৃষ্টিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। উন্নত দেশের মতো স্কুলের জন্য ডেডিকেটেড স্কুলবাস সার্ভিস চালু করে যানজট ও ছাত্রদের স্কুলে যাতায়াত সহজতর ও নিরাপদ করা যেতে পারে। এ লক্ষ্যে কোনও শিক্ষাপ্রতিষ্ঠান বা এজেন্সি স্কুলবাস সার্ভিস চালু করার আগ্রহ প্রকাশ করলে তা যথাযথ বিবেচনায় বিশেষ শুল্ক সুবিধায় আমদানির সুযোগ দেওয়া হবে।’

ঢাকা জার্নাল, জুন ৭, ২০১৮।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.