জেনেভা ক্যাম্পে থেকে ১৫৩ মাদক ব্যবসায়ী আটক

মে ২৬, ২০১৮

ঢাকা জার্নাল: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫৩ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (২৬ মে) সকালে ক্যাম্পের পুরো এলাকা ঘিরে ফেলেন র‌্যাব সদস্যরা। র‌্যাব সদর দপ্তর, র‌্যাব-১, র‌্যাব-২, র‌্যাব-৩, র‌্যাব-৪ ও র‌্যাব-১০-এর পাঁচ শতাধিক সদস্য এ অভিযানে অংশ নেন। ঊর্দ্ধতন কর্মকর্তাদের নেতৃত্ব চালানো অভিযানে ছিলেন র‌্যাবের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ তাদের কাছ থেকে ১৩ হাজার পিস ইয়াবা, ৩০ কেজি গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আটক ব্যক্তিদের মধ্যে ৭৭ জনকে বিভিন্ন মেয়াদের সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত। বাকি ৭৬ জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোহাম্মদপুর থানায় মামলা করা হয়েছে।

এ বিষয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, আটক মাদক কারবারীদের মধ্যে অনেকের নামে নিয়মিত মামলা হচ্ছে। বাকিদের র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।

ঢাকা জার্নাল, মে ২৬, ২০১৮।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.