৫ জেলার নামের ইংরেজি বানান বদলানোর উদ্যোগ

মার্চ ৩০, ২০১৮

ঢাকা জার্নাম:  বাংলা নামের সঙ্গে সামঞ্জস্য আনতে চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, যশোর ও বগুড়া জেলার নামের ইংরেজি বানান পরিবর্তন করার উদ্যোগ নিয়েছে সরকার।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন, আগামী সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ সংক্রান্ত প্রস্তাব উঠবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়েই নিকার সভা হওয়ার কথা রয়েছে।

বদলাচ্ছে যেসব নামের বানান

জেলা-চট্টগ্রাম,বরিশাল,কুমিল্লা,যশোর,বগুড়া

বর্তমান ইংরেজি বানান-Chittagong,Barisal,Comilla,Jessore,Bogra

প্রস্তাবিত ইংরেজি বানান-Chattagram,Barishal,Kumilla,Jashore,Bogura

নতুন বিভাগ, জেলা, উপজেলা, থানা গঠনসহ পুনর্বিন্যাস, নতুন মন্ত্রণালয় ও বিভাগ গঠনসহ বিভিন্ন প্রশাসনিক ইউনিট গঠন ও পুনর্গঠনের সিদ্ধান্ত দেয় নিকার। পদাধিকার বলে প্রধানমন্ত্রী এই কমিটির আহ্বায়ক।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.