ঘাটাইলে ব্যালট পেপার ছিনতাইকালে গুলিতে নিহত ১

মার্চ ২৯, ২০১৮

ঢাকা জার্নাল: টাঙ্গাইলে ঘাটাইলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে ভোট শুরু হওয়ার আগে সাগরদীঘি ইউনিয়নে ব্যালট পেপার ছিনতাইয়ের সময় এ গুলির ঘটনা ঘটে।

টাঙ্গাইলের তিনটি উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় আজ ভোটগ্রহণ চলছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শতাধিক দুষ্কৃতকারী সাগরদীঘি ইউনিয়নের সোনামুড়ি গুপ্ত বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট ছিনতাই করে সিল মারার চেষ্টা চালায়। এ সময় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সালাউদ্দিনের নির্দেশে পুলিশ ১২টি গুলি ছোড়ে। এতে একজন নিহত হন বলে তিনি শুনেছেন।

স্থানীয় সূত্র জানায়, নিহত ব্যক্তির নাম মালেক মিয়া। তিনি গুপ্ত বৃন্দাবন গ্রামের নেছার আলীর ছেলে। তাঁর লাশ পার্শ্ববর্তী ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কাহালাগাঁও এলাকায় পাওয়া যায়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.