ঢাবি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

মার্চ ২৮, ২০১৮

ঢাকা জার্নাল:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ ছাত্র আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ মার্চ) রাত ১০টার দিকে নিউমার্কেট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শাহনেওয়াজ হলের সামনে এ ঘটনা ঘটে। একটি চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির জের ধরে ঘটনার সূত্রপাত হয় বলে পুলিশ জানিয়েছে।

আহতদের মধ্যে চারুকলা অনুষদের শিক্ষার্থী শাহাদাত এবং ঢাকা কলেজের শিক্ষার্থী শামীম ও আবীরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ঢাবি শাহনেওয়াজ হলের সামনে বিজয় কর্নার রেস্টুরেন্টে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী বসে ছিল। এসময় তারা কয়েকজন মেয়েকে নিয়ে বাজে মন্তব্য করলে ঘটনাস্থলে উপস্থিত ঢাবি শিক্ষার্থী শাহাদাত এর প্রতিবাদ করেন। পরে ঢাকা কলেজের ওই শিক্ষার্থীদের সঙ্গে শাহাদাতের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহাদাতের ওপর ঢাকা কলেজের ওই শিক্ষার্থীরা হামলা চালালে তার মাথা ফেটে যায়। ঘটনাস্থলের পাশে থাকা শাহনেওয়াজ হলের শিক্ষার্থীরা ছুটে এসে ঢাকা কলেজের এই শিক্ষার্থীদের মারধর করে। এতে ঢাকা কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শামীমেরও মাথা ফেটে যায়। আবির নামে আরেক শিক্ষার্থীও আহত হয়। পরে ঢাকা কলেজের অন্য শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে শাহনেওয়াজ হলের সামনে অবস্থান নেয়। তখন ওই এলাকায় সার্বিক পরিস্থিতি খারাপ হলে পুলিশ মোতায়েন করা হয়।

জানতে চাইলে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহাদাত বলেন, ‘ঢাকা কলেজের শিক্ষার্থীরা এসে আমাদের হোস্টেলের সামনে মেয়েদের বাজে কমেন্ট করেছে। এটা আমার ভালো লাগেনি। তাদের নিষেধ করলে তারা আমাদের মারধর করে মাথা ফাটিয়ে দেয়।’

ঢাকা কলেজের শিক্ষার্থী ইমরান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অকারণে আমার বন্ধুদের মারধর করেছে। আমরা ওইখানে আড্ডা দিয়েছি, হয়তো এটা তাদের ভালো লাগেনি।’

ঢাবি’র প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানি বলেন, ‘সংঘর্ষের ঘটনা শোনার পর আমি ঘটনাস্থলে প্রক্টরিয়াল টিম পাঠিয়েছি। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

মার্চ ২৮, ২০১৮।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.